সিলেট ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১১ অপরাহ্ণ, জুন ১০, ২০২৫
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পরিবারের সঙ্গে বেড়াতে এসেছিল দুই শিশু। আজ মঙ্গলবার সকালে উপজেলার কোদালা সুলতানিয়া মাদ্রাসা-সংলগ্ন ঘাট দিয়ে কর্ণফুলী নদীতে গোসল করতে নামে তারা। এ সময় নদীতে ডুবে নিখোঁজ হয় শিশু দুটি। পরে দুপুর ১২টার দিকে তাদের একজনের লাশ পাওয়া যায় পাশের রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ফেরিঘাট এলাকায়। এখনো নিখোঁজ রয়েছে অপর শিশুটি।
জানা গেছে, উপজেলার কোদালা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড রাইখালীর বাসিন্দা মো. আব্দুল গণির বাড়িতে চট্টগ্রাম ষোলোশহর এলাকায় বসবাসকারী তাঁর মেয়ের পরিবার এবং সেখানকার প্রতিবেশী একটি পরিবারসহ মোট ছয়জন ঈদ উপলক্ষে বেড়াতে আসে। প্রতিবেশী ওই পরিবারটির বাড়ি ভোলা জেলায়।
আজ সকাল ৯টার দিকে কোদালা সোলতানিয়া মাদ্রাসার পাশে রাইখালী জাহাঙ্গীর ড্রাইভার বাড়ি ঘাটে আব্দুল গণির নাতি মোহাম্মদ ইমন (৬) ও ভোলা থেকে বেড়াতে আসা ৮ বছরের মেয়েটি কর্ণফুলী নদীতে গোসল করার সময় পানিতে তলিয়ে যায়। দুপুর সাড়ে ১২টার দিকে মেয়েটির লাশ চন্দ্রঘোনা রাইখালী ফেরিঘাট কর্ণফুলী নদীতে ভাসমান অবস্থায় চন্দ্রঘোনা থানা-পুলিশ উদ্ধার করে।
আব্দুল গণি জানান, নাতি ইমন ও ভোলা থেকে আসা ছোট মেয়েটি কর্ণফুলী নদীতে গোসল করতে নামলে তলিয়ে যায়। মেয়েটির লাশ উদ্ধার হলেও তাঁর নাতি ইমন এখনো নিখোঁজ রয়েছে। ইমনের বাবার নাম মো. ফোরকান। এ রিপোর্ট লেখা পর্যন্ত স্বজনেরা নিখোঁজ ইমনের সন্ধান চালিয়ে যাচ্ছেন।
এ ব্যাপারে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান কামাল বলেন, ‘জোয়ারের পানিতে ভেসে যাওয়ার সময় স্থানীয়রা থানায় খবর দিলে লাশটি উদ্ধার করা হয়। পরে জানতে পারি, আরও একটি শিশু নিখোঁজ রয়েছে। তাকেও উদ্ধারে চেষ্টা চলছে।’
রাঙ্গুনিয়া উপজেলা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাসুই মং মারমা বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে আসি। মেয়েশিশুটির লাশ উদ্ধার হয়েছে। তবে শিশু ইমনকে উদ্ধারের চেষ্টা চলছে। আগ্রাবাদে আমাদের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে।’
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by DHAKA-HOST-BD