১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে রজব, ১৪৪৭ হিজরি

কর্ণফুলীতে বাড়তি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা

admin
প্রকাশিত ০৫ জানুয়ারি, সোমবার, ২০২৬ ২২:০০:২৯
কর্ণফুলীতে বাড়তি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা

Manual2 Ad Code

চট্টগ্রাম, সোমবার:
চট্টগ্রামের কর্ণফুলীতে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে বিসমিল্লাহ এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

Manual5 Ad Code

আজ সোমবার (৫ জানুয়ারি) দুপুরে উপজেলার ফকিন্নিরহাট, কলেজ বাজার, সৈন্যেরটেক ও মজ্জ্যেরটেক এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিসমিল্লাহ এন্টারপ্রাইজে অনিয়মের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন কর্ণফুলী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আল আমিন হোসেন। এ সময় কর্ণফুলী থানার পুলিশ সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

Manual5 Ad Code

সহকারী কমিশনার (ভূমি) মো. আল আমিন হোসেন বলেন, ‘মেসার্স বিসমিল্লাহ এন্টারপ্রাইজে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করা হচ্ছিল। অভিযোগ প্রমাণিত হওয়ায় ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে উপজেলার সব গ্যাস সিলিন্ডারের দোকানিকে সরকার নির্ধারিত দামে গ্যাস বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।’

তিনি আরও জানান, ভোক্তার স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে।

Manual6 Ad Code