
রাজধানীর কলাবাগানে ডিপ ফ্রিজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় তাঁর স্বামী নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত মধ্যরাতে পুরান ঢাকার নবাবপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আজ বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক। তিনি জানান, স্ত্রীকে হত্যার পর নজরুল ইসলাম মরদেহ ডিপ ফ্রিজে রেখে আত্মগোপনে চলে যান। ঘটনার এক দিন পরই তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।
ওসি আরও জানান, নজরুল ইসলাম আগে ব্যবসা করলেও বর্তমানে কোনো কাজ করছিলেন না।
হত্যার কারণ ও কীভাবে হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে—তা বিস্তারিতভাবে জানানো হবে পুলিশের সংবাদ সম্মেলনে।