রাজধানীর কাকরাইলে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে হামলার ঘটনায় জাতীয় পার্টির (জাপা) একাংশের চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীসহ ১৮ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।
ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. আক্তারুজ্জামান সম্রাট মঙ্গলবার বিকেলে রমনা থানায় এ অভিযোগ করেন। ডিএমপির রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মাসুদ আলম জানান, অভিযোগ পাওয়া গেছে, তবে এখনও মামলা হয়নি।
অভিযোগে বলা হয়, ২৯ আগস্ট সন্ধ্যায় পল্টনে শান্তিপূর্ণ সমাবেশ শেষে কাকরাইল অভিমুখী মিছিলে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়। এতে লাঠি, হকিস্টিক, ইটপাটকেল ও দেশীয় অস্ত্র ব্যবহার করা হয়।
হামলায় সম্রাটসহ ছাত্র ও যুব অধিকার পরিষদের ২০-৩০ জন আহত হন। গুরুতর আহত সম্রাটকে ইসলামী ব্যাংক হাসপাতাল, গণস্বাস্থ্য নগর হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে হয়।
সম্রাট হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।