১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে রজব, ১৪৪৭ হিজরি

কাজিপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ

admin
প্রকাশিত ০৩ নভেম্বর, সোমবার, ২০২৫ ১৭:৫৫:৪৮
কাজিপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার : সাথী সুলতানা

২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে সরিষা, গম, চিনাবাদাম, সূর্যমুখী (হাইব্রিড), শীতকালীন পেঁয়াজ, মসুর, খেসারী ও অড়হড় উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

Manual2 Ad Code

সোমবার (৩ নভেম্বর ২০২৫) সকাল ১১টার দিকে কাজিপুর উপজেলা কৃষি অফিসের কার্যালয় ও প্রশিক্ষণ কেন্দ্রের সামনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ দিদারুল আহসান
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসের অতিরিক্ত কৃষি অফিসার ফয়সাল আহমেদ, কৃষি সম্প্রসারণ অফিসার হযরত আলীমুজাহিদ ইসলাম, এসএপিপিও, স্থানীয় সাংবাদিক, সুধীজন ও সুবিধাভোগী কৃষক-কৃষাণীরা।

Manual3 Ad Code

প্রণোদনা কর্মসূচির আওতায় প্রতি কৃষককে ১ কেজি সরিষা বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
জানা গেছে, বিএডিসি কর্তৃক বীজপ্রাপ্তি সাপেক্ষে অন্যান্য ফসলের জন্যও মোট পাঁচ হাজার কৃষক-কৃষাণীর মাঝে বিনামূল্যে প্রণোদনা উপকরণ বিতরণ করা হবে।

Manual7 Ad Code

কাজিপুর উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির আয়োজনে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কাজিপুরের বাস্তবায়নে এ কর্মসূচি পরিচালিত হয়।

Manual5 Ad Code