সিলেট ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪১ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২৫
সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা সিরাজগঞ্জ কাজিপুর সোনামুখি ইউনিয়নে স্থলবাড়ি বাজারে বিএনপির ক্লাবে আগুন দিয়ে পোড়ানো এবং মাদকাসক্ত অবস্থায় নিজের শরীরে নিজেই ব্লেটের আঁচড় দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে এলাকার প্রায় ৪৬ জন প্রভাবশালী ব্যাক্তিকে আসামি করে পর পর কাজিপুর থানায় তিন টি এবং সিরাজগঞ্জ কোটে একটি মামলা দায়ের করে জাহিদুল ইসলাম জাহিদ। গত বৃহস্পতিবার ৫ ই জুন ২০২৫ ইং সরেজমিনে গিয়ে জানা যায়,কাজিপুর সোনামুখি ইউনিয়নের পাঁচগাছি গ্রামের মোঃ দারাজ আলীর ছেলে জাহিদুল ইসলাম জাহিদ দীর্ঘ দিন ধরে এলাকায় বিভিন্ন ধরনের অনৈতিক অবৈধ মাদক,জুয়া,চাঁদাবাজি সহ নানা ধরনের কাজের সাথে জড়িত হয়ে বেপরোয়া হয়ে উঠছে অভিযোগ পাওয়া গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন ভিডিও ও কল রেকর্ডে বলেন জাহিদুল ইসলাম সোনামুখি ইউনিয়নের ১ নং ওয়াড বিএনপির সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। তাদের একটি চক্র বিভিন্ন সময় নানা ভাবে নিরীহ মানুষকে মামলা হামলার হুমকি দিয়ে হয়রানী করে চলছে, এটা প্রতিরোধ করা খুবই গুরুত্বপূর্ণ – তা না হলে এলাকায় অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হবে। এদিকে( এক নং) ওয়াড বিএনপির সভাপতি দুলাল সরকার বলেন জাহিদুলের দায়ের করা মামলা সঠিক নয় সবই মিথ্যা, আর আমাদের এলাকার বিষয় আমরা সমাধান করে নিবো।
তবে এ-সব মিথ্যা মামলা তুলে আনতে বলছি। অন্য দিকে এভাবে বিএনপির নাম ভাঙ্গিয়ে বিএনপির দাপট দেখিয়ে এলাকায় নৈরাজ্য সৃষ্টি করায় আসল বিএনপির ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলেও জানান তিনি। অপর দিকে জাহিদুল ইসলাম জাহিদ বলেন ঘটনার সত্যতা আমি কি বলবো মামলার সাক্ষী যারা আছেন তাদের জিজ্ঞেস করেন। এসব বিষয়ে জাহিদের মামা আব্দুল আলিমও এই অবৈধভাবে চাঁদাবাজি চক্রে জড়িত আছে বলে অভিযোগের ভিত্তিতে তার কাছে জানতে চাইলে তিনি বলেন এসব মিথ্যা এবং আমিও তার মামলায় এক নং আসামি। পরে আমাকে আসামির তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তিনি মামলায় এক নং আসামি থেকে নাম বাদ পড়ার বিষয়ে জানতে চাইলে তিনি কোন কথা বলেননি।
এতে কৌশলগত ভাবে আলিম এই চক্রের সাথে জড়িত আছে বলে স্থানীয় সুত্রে জানা যায়। এবং তিনি বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকায় তার অপরাধ ঢাকতে সিরাজগঞ্জ শহরে এসে রাত দশটার দিকে সাংবাদিকদের মোবাইলে ডেকে এনে মোটা অংকের টাকার লোভ দেখিয়ে ম্যানেজ করারও চেষ্টা করেন। এতে নিস্বন্ধে বলা যায় তিনি একজন নামকরা চাঁদাবাজ। এবিষয়ে জাহিদুলের দায়ের করা চার টি মামলায় মোট ৪৬ জন আসামি সহ এলাকার বিভিন্ন স্তরের মানুষ খুব দ্রূতই এর সমাধান চেয়ে প্রসাশনিক হস্তক্ষেপ কামনা করছেন।
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by DHAKA-HOST-BD