
মেহেরপুর, গাংনী:
মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ১২ বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শুক্রবার দুপুরে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে এই আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়।
ফেরত পাওয়া ব্যক্তিরা হলেন—
সাহেব আলী (৫১), ফজল রাব্বি (৪২), মাহফুজুর রহমান ইমরান (২২), সুমনা (২১), মারুফা খাতুন (১৬), নুরজাহান বেগম (৪৮), রুপি বেগম (১৮), রেশমা আক্তার (১৭), মিরাজ শেখ (২১), মিরাজ মোল্লা (১৯), রফিক শেখ (২০) ও রনি আহমেদ বাবু (৩০)।
তাদের বাড়ি খুলনা, রাজবাড়ী, সিরাজগঞ্জ, বাগেরহাট ও কুষ্টিয়া জেলায়।
বিজিবি জানায়, বিভিন্ন সময় দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেছিল তারা। পরে ভারতীয় পুলিশ তাদের আটক করে।
শুক্রবার সকালে কাজীপুর বিওপি এলাকার ১৪৭ নম্বর পিলারের কাছে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিএসএফ আনুষ্ঠানিকভাবে ১২ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করে।
বৈঠকে উপস্থিত ছিলেন—
কাজীপুর বিওপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার শাহাবুদ্দিন
ভারতের বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার সাব্বিন্দার সিং
এ ছাড়া উভয় বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
বিজিবির কাছ থেকে হস্তান্তরের পর গাংনী থানায় তাদের নিয়ে আসা হয়।
থানার ওসি বানী ইসরাইল জানান, আইনগত প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।