কানাইঘাটে সাবেক মেম্বার রশীদ আহমদ হত্যাকাণ্ডে, থানায় অভিযোগ 

প্রকাশিত: ১১:৪৫ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২৫

কানাইঘাটে সাবেক মেম্বার রশীদ আহমদ হত্যাকাণ্ডে, থানায় অভিযোগ 

কানাইঘাটে সাবেক মেম্বার রশীদ আহমদ হত্যাকাণ্ডে, থানায় অভিযোগ 

 

সিলেটের কানাইঘাট উপজেলার ৭ নং দক্ষিণ বানিগ্রাম ইউপির ৮ নং ওয়ার্ডের সাবেক মেম্বার রশীদ আহমদ হত্যার অভিযোগে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

হত্যাকাণ্ডের পরদিন.(১৫ জানুয়ারি) কানাইঘাট থানায় মামলাটি দায়ের করেন তার ভাগ্না সিলেট মহানগরীর মেজরটিলা এলাকার বাসিন্দা আজিজুল ইসলাম ও ময়মুন নেছার ছেলে সাব্বির আহমদ।

 

অভিযোগে তিনি উল্লেখ করেন, ১৪/০১/২০২৫ ইংরেজি রাত ১১ ঘটিকার দিকে তার মামা রশীদ আহমদ কানাইঘাট থেকে সিলেট শহরে ফেরার পথে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা হামলা চালিয়ে নৃশংসভাবে হত্যা করে। মামলায় আসামী হিসাবে কারো নাম উল্লেখ না করলেও তিনি জানান, রশীদ আহমদের পূর্ব শত্রু নির্বাচনী প্রতিপক্ষ সন্ত্রাসীরা এই হামলার সাথে জড়িত বলে জানিয়েছেন ভাগনা সাব্বির আহমেদ।

 

উল্লেখ্য, রশীদ আহমদ কানাইঘাট উপজেলার কায়স্থগ্রাম এলাকার হাজী ছামসুল হকের ছেলে। তিনি ২০২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭নং দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন এবং ওই সময়ে নির্বাচনে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা ছিলেন ।

ওই সময় ১৩ ডিসেম্বর সিলেটের জেলা প্রশাসকের কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছিলেন। ওই অভিযোগে তিনি ও তার ছেলের জীবন হুমকির সম্মুখীন বলে তিনি উল্লেখ করেছিলেন। বিশেষ করে তার প্রতিপক্ষ তিনি এবং তার ছেলেকে নির্বাচনী প্রচারণায় বিভিন্নভাবে বাধা দিচ্ছে বলে অভিযোগে উল্লেখ করেছিলেন তিনি।

অজ্ঞাত সন্ত্রাসীদের হামলায় নিহত হওয়ার পর এখন তার পরিবার ও আত্মীয়-স্বজনদের সন্দেহ, নির্বাচনী প্রতিপক্ষই হামলা চালিয়ে তাকে হত্যা করতে পারে বলে দাবি করেছেন তারা।

 

আত্মীয় স্বজনের দাবি, স্থানীয় প্রশাসন দ্রুত বিষয়টি সঠিক তদন্ত করে প্রকৃত খুনীদের কে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ।

 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ নিউজ