সিলেটের কানাইঘাটে শিশুকে যৌন নিপীড়নের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অভিযুক্ত শরিফ উদ্দিন শরিফকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে বালাগঞ্জের তাজপুর এলাকা থেকে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আউয়াল।
ওসি জানান, ভিডিওটি ছড়িয়ে পড়ার পর পুলিশ তদন্ত শুরু করে। বিভিন্ন স্থানে অভিযান চালানো হলেও প্রথমদিকে শরিফকে ধরা সম্ভব হয়নি। অবশেষে তাজপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং তার কাছে থাকা মোবাইল ফোন জব্দ করা হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, শরিফ উদ্দিনের বাবার নাম মুহিবুর রহমান। তিনি দুই স্ত্রীর স্বামী ও দুই সন্তানের জনক। স্থানীয়রা জানান, অতীতে নারী সংক্রান্ত নানা অভিযোগের কারণে কোনো মসজিদ বা মাদ্রাসায় তাকে স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়নি।
ওসি মো. আব্দুল আউয়াল আরও জানান, এ ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে আইনি প্রক্রিয়া চলছে।