২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

কানাইঘাটে শিশুকে যৌন নিপীড়নের ভিডিও ভাইরাল, অভিযুক্ত শরিফ উদ্দিন গ্রেপ্তার

admin
প্রকাশিত ১৮ সেপ্টেম্বর, বৃহস্পতিবার, ২০২৫ ১৯:৩৮:৫৮
কানাইঘাটে শিশুকে যৌন নিপীড়নের ভিডিও ভাইরাল, অভিযুক্ত শরিফ উদ্দিন গ্রেপ্তার

Manual1 Ad Code

সিলেটের কানাইঘাটে শিশুকে যৌন নিপীড়নের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অভিযুক্ত শরিফ উদ্দিন শরিফকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Manual7 Ad Code

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে বালাগঞ্জের তাজপুর এলাকা থেকে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আউয়াল।

ওসি জানান, ভিডিওটি ছড়িয়ে পড়ার পর পুলিশ তদন্ত শুরু করে। বিভিন্ন স্থানে অভিযান চালানো হলেও প্রথমদিকে শরিফকে ধরা সম্ভব হয়নি। অবশেষে তাজপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং তার কাছে থাকা মোবাইল ফোন জব্দ করা হয়।

Manual2 Ad Code

পারিবারিক সূত্রে জানা গেছে, শরিফ উদ্দিনের বাবার নাম মুহিবুর রহমান। তিনি দুই স্ত্রীর স্বামী ও দুই সন্তানের জনক। স্থানীয়রা জানান, অতীতে নারী সংক্রান্ত নানা অভিযোগের কারণে কোনো মসজিদ বা মাদ্রাসায় তাকে স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়নি।

Manual2 Ad Code

ওসি মো. আব্দুল আউয়াল আরও জানান, এ ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে আইনি প্রক্রিয়া চলছে।