১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

কানাইঘাট গাছবাড়ী এলাকায় শীতার্ত মানুষের মাঝে কম্বল ভিতরণ,,

admin
প্রকাশিত ২০ ডিসেম্বর, মঙ্গলবার, ২০২২ ০৯:৩৭:৫৫

Manual2 Ad Code

কানাইঘাট গাছবাড়ী এলাকায় শীতার্ত মানুষের মাঝে কম্বল ভিতরণ

জয়নাল আজাদঃ-
আমাদের দ্বারা যতটুকু সম্ভবপর হয়েছে তা চেষ্টা করেছি, শীতার্ত হতদরিদ্র মানুষের প্রতি সমাজের সামর্থ্যবান ও বিত্তশালী ব্যক্তিদের সাহায্য ও সহানুভূতির হাত সম্প্রসারিত করে তাদের পর্যাপ্ত পরিমাণে শীতবস্ত্র বিতরণ করে তাদের পাশে এসে দাঁড়ানো দরকার।

Manual2 Ad Code

 

নিঃস্বার্থভাবে শীতার্ত মানুষের সাহায্য ও সেবা করাই মানবতার সেবা
সত্যি কথা হলো গরীব মানুষের চাহিদা কখনো আকাশ ছোয়া হয় না। তারা দৈনিক লড়াই করে শুধুমাত্র বেঁচে থাকার জন্য। আর আমাদের সবার পক্ষে নতুন জমা দিয়ে তাদের সাহায্য করা সম্ভব না হলেও আপনাদের অনেকেরই বাসায় অনেক কাপড় রয়েছে যেগুলো আপনি ব্যবহার করেন না বা কখনো ব্যবহার করবেন না। সেই কাপড় গুলো অযথাই আপনার বাসায় থেকে নষ্ট হবে, অথচ অনেকেই এই শীতে কাপড়ের অভাবে কষ্ট করবে।

Manual6 Ad Code

তাই আসুন সাহায্যের হাত বাড়িয়ে দেই, যাতে আপনাকে দেখে অন্যরাও অনুপ্রাণিত হয় এবং এই ছিন্নমূল মানুষের সাহায্যে এগিয়ে আসে। আশা করছি আমাদের কর্মসূচির মাধ্যমে, এই মহান বিজয়ের মাসে অনেক গরীব দুঃখীর মুখে আমরা হাসি ফোটাতে পারবো।

Manual6 Ad Code

 

Manual6 Ad Code

প্রকৃতির নিয়ম মেনে বছর ঘুরে আবার চলে এসেছে শীত। আমরা যখন এই শীতের আমেজে পিঠা-পুলির উৎসবের ভাবনা নিয়ে ব্যস্ত,
ঠিক মুদ্রার বিপরীত পিঠের মানুষের আদৌ কি আছে শীত বস্ত্র?
আর সবচেয়ে বড় কষ্টের ব্যাপার তখন হয়, যখন এই হাড়কাপানো শীতেও তাঁরা শীত নিবারণের জন্য
পর্যাপ্ত শীত বস্ত্র না পায়। কিন্তু এসব হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে যদি আমাদের সামর্থ্য অনুযায়ী নিজ অবস্থান থেকে কিছু করার চেষ্টা করি,

 

“এই শিতে কম হলেও একজন মানুষকে শীত বস্ত্র গিফট করুন”,, শ্লোগানকে প্রতিপাদ্য করে বাংলাদেশের বিজয়ের মাসকে সম্মান জানাতে এই উদ্যোগ নিয়েছিলাম, জীর্ণবস্ত্র পরিহিত পথশিশুদের শীতবস্ত্র উপহার দেওয়া হয়, উপস্তিত ছিলেন ৮নং ঝিংগাবাড়ী ইউপির চেয়ারম্যান আবু বক্কর এবং অপশন কম্পিউটার ট্রেনিং ইন্সটিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক “নুরুল ইসলাম নুরু” মেম্বার মাহমুদ হোসেন, আব্দুল্লাহ মেম্বার প্রমুখ,
১৯ ই ডিসেম্বর বিকাল সন্ধ্যা ৮ টা থেকে আমরা জীর্ণবস্ত্র পরিহিত পথশিশুদের কাছে উপহার পৌছিয়ে দিয়েছি।

৩৪জন পথশিশুর মধ্যে সুইটার এবং বস্ত্রহীন ৪০ জন মানুষের মাঝে ২০টা কমল এবং ২০টা চাদর বিতরণ করি,