১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

কাপ্তাই হ্রদে পানিস্বল্পতা, কর্ণফুলী জলবিদ্যুৎকেন্দ্রে উৎপাদন নেমেছে ৪০ মেগাওয়াটে

admin
প্রকাশিত ১৫ ডিসেম্বর, সোমবার, ২০২৫ ১২:০৪:০৮
কাপ্তাই হ্রদে পানিস্বল্পতা, কর্ণফুলী জলবিদ্যুৎকেন্দ্রে উৎপাদন নেমেছে ৪০ মেগাওয়াটে

Manual7 Ad Code

রাঙামাটির কাপ্তাই হ্রদে পানিস্বল্পতার কারণে দেশের একমাত্র জলবিদ্যুৎকেন্দ্র—কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন দিন দিন কমে যাচ্ছে। সম্পূর্ণভাবে পানির ওপর নির্ভরশীল এই কেন্দ্রের পাঁচটি ইউনিট থেকে সর্বোচ্চ ২৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা থাকলেও বর্তমানে মাত্র একটি ইউনিট চালু রয়েছে। এতে গড়ে প্রায় ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে।

Manual5 Ad Code

কেন্দ্র সূত্রে জানা গেছে, শুষ্ক মৌসুমে কাপ্তাই হ্রদের পানির স্তর দ্রুত কমে যাওয়ায় উৎপাদন সীমিত রাখা হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) সকাল ৯টা পর্যন্ত কেন্দ্রের ৫ নম্বর ইউনিট থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।

এ বিষয়ে কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, শুষ্ক মৌসুমে পানির স্তর হ্রাস পাওয়ায় বর্তমানে পাঁচটি ইউনিটের মধ্যে কেবল একটি ইউনিট চালু রাখা সম্ভব হচ্ছে। তিনি বলেন, ‘রুল কার্ভ অনুযায়ী এ সময় কাপ্তাই হ্রদে পানির স্তর থাকার কথা ১০৪ দশমিক ৮০ ফুট (মিন সি লেভেল)। কিন্তু রোববার সকাল ৯টা পর্যন্ত হ্রদের পানির স্তর নেমে এসেছে ৯৮ দশমিক ৯০ ফুটে।’

Manual3 Ad Code

তিনি আরও সতর্ক করে বলেন, পানির স্তর যদি আরও কমে যায়, তাহলে বিদ্যুৎ উৎপাদন আরও কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

Manual6 Ad Code