নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ | ১৬ জানুয়ারি, ২০২৬
বিস্ফোরক মামলার আসামি হয়ে কারাগারে থাকলেও নির্বাচন কমিশনে (ইসি) আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সংসদ সদস্য শাহ শহীদ সারোয়ার। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ইসিতে অনুষ্ঠিত শুনানিতে তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
মনোনয়ন বাতিলের প্রেক্ষাপট: এর আগে গত ২ জানুয়ারি আয়কর রিটার্ন ও সম্পদের বিবরণী জমা না দেওয়ায় জেলা রিটার্নিং কর্মকর্তা তাঁর মনোনয়নপত্র বাতিল করেছিলেন। এই আদেশের বিরুদ্ধে শাহ শহীদ সারোয়ার ইসিতে আপিল করেন এবং প্রয়োজনীয় তথ্য-প্রমাণ উপস্থাপন শেষে তাঁর মনোনয়ন বৈধতা পায়।
কারাগারে থাকার কারণ: ২০২৪ সালের ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ফুলপুর বাসস্ট্যান্ড এলাকায় রিকশাচালক আমীর হোসেন গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় একটি বিস্ফোরক মামলা দায়ের করা হয়। ওই মামলার দুই নম্বর আসামি শাহ শহীদ সারোয়ার। গত বছরের ২১ ডিসেম্বর আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর কয়েক দফা শুনানিতেও তাঁর জামিন মেলেনি।
পরিবারের বক্তব্য: শহীদ সারোয়ারের ছেলে শাহ আকিব সারোয়ার বাবার প্রার্থিতা বৈধ হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, “আমার বাবা একটি ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার আসামি। তিনি বর্তমানে কারাগারে থাকলেও দ্রুতই জামিনে বেরিয়ে আসবেন এবং নির্বাচনে সরাসরি অংশগ্রহণ করবেন।”
রাজনৈতিক পরিচয় ও বিতর্ক: শাহ শহীদ সারোয়ার ফুলপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবং ২০০১ সালের নির্বাচিত সংসদ সদস্য। তবে গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে ‘ঈগল’ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করায় তাঁকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। বর্তমানে তিনি স্বতন্ত্র হিসেবেই নির্বাচনের লড়াইয়ে ফিরলেন।
ময়মনসিংহ-২ আসনের চিত্র: এই আসনে মোট ৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। জেলা রিটার্নিং কর্মকর্তা প্রথমে ৭ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেন। শহীদ সারোয়ার প্রার্থিতা ফিরে পাওয়ায় এখন মূল লড়াইয়ে প্রার্থীর সংখ্যা বাড়ল। তবে অন্য একজন স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আবু বকর ছিদ্দিকের মনোনয়ন এখনো বাতিল অবস্থায় রয়েছে।
আইনি নোট: বাংলাদেশের নির্বাচনী আইন অনুযায়ী, কোনো প্রার্থী দণ্ডপ্রাপ্ত না হওয়া পর্যন্ত কেবল কারাগারে থাকার কারণে তাঁর নির্বাচনে অংশগ্রহণে বাধা নেই।