২৩শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রজব, ১৪৪৭ হিজরি

কালীগঞ্জ উপজেলার গৃহবধূ দুই সন্তানের জননীকে নিয়ে পালিয়েছেন ১৭ বছরের এক কিশোর

admin
প্রকাশিত ১৭ জুলাই, বৃহস্পতিবার, ২০২৫ ২০:২৩:৫৯
কালীগঞ্জ উপজেলার গৃহবধূ দুই সন্তানের জননীকে নিয়ে পালিয়েছেন ১৭ বছরের এক কিশোর

Manual4 Ad Code

৪০ বছর বয়সী এক গৃহবধূকে নিয়ে পালিয়েছেন ১৭ বছরের এক কিশোর ।

 

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাবরা গ্রামের ওই গৃহবধূ দুই সন্তানের জননী এবং স্থানীয় বাসিন্দা মান্নান মিস্ত্রীর স্ত্রী।

 

Manual6 Ad Code

গৃহবধূর স্বামী মান্নান মিস্ত্রী বলেন, ১১ জুলাই রাতে আমি তাদের পাশের একটি পরিত্যক্ত ভবনে আপত্তিকর অবস্থায় দেখি। তখন চুপ ছিলাম, ভাবছিলাম হয়তো বিষয়টি সামলে নিতে পারব। কিন্তু সকালে দেখি, স্ত্রীকে নিয়ে ওই কিশোর পালিয়ে গেছে। এখন আমার ছোট ছেলে না খেয়ে কাঁদছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

Manual5 Ad Code

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গৃহবধূ প্রতিবেশী এক কিশোরের সঙ্গে পালিয়েছেন। ওই কিশোর একই গ্রামের বাসিন্দা এবং বয়সে গৃহবধূর সন্তানের মতো। ছোটবেলা থেকে নানাবাড়িতে বড় হলেও তার স্থায়ী ঠিকানা বাবরা গ্রামেই। দীর্ঘদিনের পারিবারিক পরিচয় থেকে দুজনের মধ্যে ঘনিষ্ঠতা গড়ে ওঠে, যা একপর্যায়ে পরকীয়ায় রূপ নেয়।

 

Manual2 Ad Code

 

 

 

Manual8 Ad Code

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দীর্ঘ ২২ বছরের সংসার জীবনের পর এমন ঘটনায় অনেকেই হতবাক হয়ে গেছেন। এলাকাবাসী দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন প্রশাসনের কাছে।

 

 

ঘটনার পর কিশোরের বাবা টোটন মণ্ডলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ছেলের সঙ্গে কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি। তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।