সিলেট ২৩শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০২ অপরাহ্ণ, মে ১৭, ২০২৫
কুড়িগ্রাম প্রতিনিধি: কাল বৈশাখের ঝড়ে উড়ে গেল দশ পরিবারের ঘরবাড়ীসহ গাছপালা। পরিবার গুলো বর্তমানে কোন রকমে ছাপড়া তৈরি করে খোলা আকাশের নীচে মানবেতর অবস্থায় রয়েছে। এ সময় একই পরিবারের স্বামী স্ত্রী মারাত্মক আহত হয়েছেন। ঘটনাটি ঘটে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১ দিকে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার চন্দ্রখানা বজরের খামার জকারহাট গ্রামে।
স্থানীয় শাহ আলম, এরশাদ জানান, শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে আমরা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। হঠাৎ বাড়ীর দক্ষিণ দিকে প্রচন্ড বেগে বাতাস ও ঝড় হাওয়া বিকট শব্দের আসতে থাকে। নিমিষেই আমাদের ঘরবাড়ী ও গাছপালা উপড়ে এবং উড়িয়ে নিয়ে যায়।
এ সময় ঘরের টিন গাছ উপড়ে পড়ে মারাত্মক আহত হয়েছেন একই পরিবারের স্বামী স্ত্রী ছলিমা বেগম ও আব্দুল হক। তাদেরকে প্রাথমিক ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। ওই এলাকার আবুল হোসেন, মোবারক, শওকত আলী, শাহ আলম, এরশাদ, আব্দুল হাকিম, ওবায়দুল, এরশাদ (২), আসমা, ছকিয়ত, আমিনুর ও নুর আমিনের মেয়ের বাড়ী দুমড়ে মুচড়ে ভেঙে ফেলে। আবার অনেকের ঘরের বেড়া ও টিন উড়িয়ে নিয়ে অন্যত্র ফেলিয়া দেয়।
উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সিরাজউদ্দৌলা জানান, আমি লোক পাঠিয়ে খোঁজখবর নিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ জেনে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবো।
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by DHAKA-HOST-BD