১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

কিশোরগঞ্জে ৪৫ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ৩

admin
প্রকাশিত ২৮ সেপ্টেম্বর, রবিবার, ২০২৫ ২৩:৩০:১৩
কিশোরগঞ্জে ৪৫ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ৩

Manual5 Ad Code

কিশোরগঞ্জে ৪৫ বোতল বিদেশি মদসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের রশিদাবাদ ইউনিয়নের বেইলি ব্রিজ এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

Manual8 Ad Code

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ময়মনসিংহের ধোবাউড়া থানার নেপোলিয়াপাড়ার তোফাজ্জল (২২), একই থানার বালিগাঁও গ্রামের বাবুল ইসলাম (৫৫) ও হালুয়াঘাট থানার গোপীনগর গ্রামের নয়ন মিয়া (৪৫)।

Manual5 Ad Code

পুলিশ জানায়, দুপুরে বেইলি ব্রিজ এলাকায় চেকপোস্ট পরিচালনা করা হয়। এ সময় ময়মনসিংহ হালুয়াঘাট থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশাকে থামানো হলে তল্লাশি চালায় পুলিশ। তল্লাশিতে যাত্রী আসনের পেছন থেকে প্লাস্টিকের বস্তা ও বাজারের হ্যান্ডব্যাগে রাখা বিভিন্ন ব্র্যান্ডের ৪৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Manual3 Ad Code