১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

কীটনাশক বন্ধে প্রয়োজনে রাস্তায় নামব: ফরিদা আখতার

admin
প্রকাশিত ২৮ জুন, শনিবার, ২০২৫ ২২:১৩:৪৯
কীটনাশক বন্ধে প্রয়োজনে রাস্তায় নামব: ফরিদা আখতার

Manual6 Ad Code

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ‘কীটনাশকের প্রচারণা দেখে ভালো কিছু মনে হলেও এটি আসলে বিষ। বিষকে কীভাবে আমরা খাদ্য উৎপাদনে ব্যবহার করি। এই কীটনাশক বন্ধ করতে হলে প্রয়োজনে রাস্তায় নামব।’

আজ শনিবার টাঙ্গাইল শহরের শান্তিকুঞ্জ মোড় এলাকায় পরিবেশবাদী সংগঠন সবুজ পৃথিবী ও নয়া কৃষি আন্দোলনের উদ্যোগে আয়োজিত সম্মেলনে তিনি এসব কথা বলেন।

Manual7 Ad Code

উপদেষ্টা ফরিদা আখতার বলেন, ‘বিষ দিয়ে মাছও ধরা হচ্ছে। গরু-ছাগল ঘাস খেতে পারছে না। সেখানে আগাছানাশক ছিটিয়ে দিয়ে ঘাস মেরে ফেলে তা বিষাক্ত করা হচ্ছে। এ বিষাক্ত পরিবেশ থেকে আমাদের বের হতে হবে। বাংলাদেশ অনেক সুন্দর দেশ, সমৃদ্ধিশালী দেশ। আমরা চাইলে এ দেশকে আরও সুখী-সমৃদ্ধিশালী দেশ হিসেবে গড়ে তুলতে পারি।’

Manual8 Ad Code

টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. আবু নইম মুহাম্মদ আবদুছ ছবুর, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, আসপাডা পরিবেশ আন্দোলনের নির্বাহী পরিচালক লায়ন এম এ রশিদ প্রমুখ।

Manual3 Ad Code