সিলেট ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১৬ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২৫
কুষ্টিয়ার কুমারখালীতে ড্রাম ট্রাক ও যাত্রীবাহী ভ্যানের সংঘর্ষে ১ জন নিহত এবং ৩ জন আহত হয়েছেন। আজ শনিবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে গড়াই সেতুর টোল প্লাজার কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাজু আহমেদ (২৫) কুমারখালীর উত্তর কয়া গ্রামের মাসুদ আলীর ছেলে। তিনি পেশায় শ্রমিক। আহতরা হলেন আসলাম, মিরাজুল এবং বিল্লাল। তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভ্যানে করে তিনজন টিউবওয়েল মিস্ত্রি কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন। এ সময় গড়াই নদী থেকে বালি বোঝাই একটি ড্রাম ট্রাক অবৈধভাবে সড়কে ওঠার চেষ্টা করলে বিপরীত দিক থেকে আসা ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রাজু আহমেদ মারা যান।
দুর্ঘটনার পর স্থানীয়রা সড়ক অবরোধ করলে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।
কুষ্টিয়া হাইওয়ে থানার ওসি জানান, ঘাতক ড্রাম ট্রাকটি আটক করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
স্থানীয়দের অভিযোগ, গড়াই নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলনের ফলে সড়কে এই ধরনের দুর্ঘটনা বেড়ে গেছে। তারা এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by DHAKA-HOST-BD