কুমিল্লার চৌদ্দগ্রামে আনোয়ার হোসেন হত্যা মামলায় দুজনকে মৃত্যুদণ্ড এবং পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে কুমিল্লার অতিরিক্ত দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক সাবরিনা নার্গিস এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামির তালিকা
মৃত্যুদণ্ডপ্রাপ্ত
-
জিয়া উল্লাহ (২৮), পিতা আব্দুর রাজ্জাক, দেড়কোটা গ্রাম
-
জুয়েল রানা (২৯), পিতা ইয়াকুব মিয়া, দেড়কোটা গ্রাম
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত
রায় ঘোষণার সময় যাবজ্জীবনপ্রাপ্ত কবির আহমেদ আদালতে উপস্থিত ছিলেন। বাকিরা সবাই পলাতক।
ঘটনার বিবরণ
আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২২ এপ্রিল সন্ধ্যায় পূর্ববিরোধের জেরে জিয়া উল্লাহ ও তাঁর সহযোগীরা আনোয়ার হোসেনের দোকানে হামলা চালান। হামলায় বাধা দিলে তাঁরা আনোয়ার হোসেনকে কুপিয়ে গুরুতর জখম করেন এবং পরে তাঁর শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন।
গুরুতর দগ্ধ অবস্থায় স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এরপর কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল এবং সর্বশেষ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পরদিন ২৩ এপ্রিল, নিহতের বাবা দেলোয়ার হোসেন ১৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ২০–২৫ জনকে আসামি করে চৌদ্দগ্রাম থানায় মামলা করেন।
মামলার অগ্রগতি
-
২০১৩ সালের ২৯ ডিসেম্বর: প্রথম চার্জশিট দাখিল
-
২০১৪ সালের ২৬ আগস্ট: আদালতের নির্দেশে ডিবির এসআই জিল্লুর রহমান ১৯ জনের বিরুদ্ধে পুনরায় চার্জশিট দাখিল
-
মামলার ২৩ জন সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়
রাষ্ট্রপক্ষের বক্তব্য
রাষ্ট্রপক্ষের আইনজীবী মুমিনুল হক ভূঁইয়া বলেন,
“দীর্ঘ বিচারপ্রক্রিয়া শেষে আজকের রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়েছে।”
তিনি আরও জানান—
-
মৃত্যুদণ্ড ও যাবজ্জীবনপ্রাপ্ত প্রত্যেক আসামিকে ১ লাখ টাকা জরিমানা,
-
অনাদায়ে এক বছর বিনাশ্রম কারাদণ্ড,
-
আর চার্জশিটভুক্ত ১২ জন আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।