সিলেট ১৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২৫
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় দুই ইটভাটাকে দেড় লাখ টাকা জরিমানাসহ একটিকে বন্ধ ঘোষণা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অনুমোদনহীন ভাটা স্থাপন করে ইট তৈরি করার দায়ে এই দণ্ড দেওয়া হয়।
গতকাল শনিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার মাধবপুর ইউনিয়নের মাধবপুর ও মকিমপুর এলাকায় এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।
এতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা ও জেলা পরিবেশ অধিদপ্তরের সিনিয়র ক্যামিস্ট জোবায়ের মোরশেদসহ ব্রাহ্মণপাড়া থানা-পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করেন।
অর্থদণ্ডপ্রাপ্ত ইটভাটা দুটি হলো মাধবপুর এলাকার মেসার্স এবিসি ব্রিকস ও মকিমপুর এলাকার মেসার্স রিতু ব্রিকস। এর মধ্যে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় রিতু ব্রিকসের সব কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।
ইউএনও মাহমুদা জাহান বলেন, এ দুটি ইটভাটার প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন অমান্য করায় মেসার্স এবিসি ব্রিকসকে এক লাখ ও মেসার্স রিতু ব্রিকসকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় এবিসি ব্রিকসকে ২০ দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র সম্পাদন করার জন্য নির্দেশনা দেওয়া হয়।
মাহমুদা জাহান আরও বলেন, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় রিতু ব্রিকসের সব প্রকার কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by DHAKA-HOST-BD