
কুমিল্লা নগরীর রেইসকোর্স এলাকায় মিলন বিবি (৫৫) নামের এক নারীকে গলা কেটে হত্যা করা হয়েছে। হত্যার পর তাঁর মরদেহ বিছানার চাদরে মুড়িয়ে খাটের নিচে ফেলে রাখা হয়।
শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় রেইসকোর্স কাঠেরপুল এলাকার একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত মিলন বিবির গ্রামের বাড়ি বুড়িচং উপজেলার শিকারপুর গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে রেইসকোর্স মজুমদার বাড়ির দ্বিতীয় তলায় পরিবারসহ ভাড়া থাকতেন।
নিহতের মেয়ে তানজিনা আক্তার জানান, কয়েক দিন আগে তাঁরা পরিবারের সদস্যদের নিয়ে নোয়াখালী বেড়াতে যান। বিকেলে প্রতিবেশীরা ফোন করে জানান, তাঁদের বাসার দরজা খোলা এবং ঘরের আসবাবপত্র ছড়ানো-ছিটানো অবস্থায় রয়েছে। খবর পেয়ে তাঁরা কুমিল্লায় ফিরে এসে ঘরে প্রবেশ করে খাটের নিচে চাদরে মোড়ানো অবস্থায় মায়ের গলাকাটা মরদেহ দেখতে পান।
তানজিনার ধারণা, কিছু ঘনিষ্ঠ স্বজনের সঙ্গে আর্থিক লেনদেন নিয়ে বিরোধের জেরে তাঁর মাকে হত্যা করা হয়ে থাকতে পারে।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন,
“খবর পেয়ে সন্ধ্যায় ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে।”
তিনি আরও জানান,
“ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। জড়িতদের শনাক্তে অভিযান চলছে।”
ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।
📍 উল্লেখ্য, হত্যার কারণ এখনো স্পষ্ট নয়। পুলিশ বলছে, তদন্তে সব দিক বিবেচনায় নেওয়া হচ্ছে।