সিলেট ১লা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২৮ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২৫
কুলাউড়া প্রতিনিধি:
বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি মুফতি হাবিবুর রাহমান কাসেমি বলেছেন, “মানুষ এখন দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত দেশ চায়। খেলাফত মজলিসের মাধ্যমে এমন দেশ গঠন শতভাগ সম্ভব।”
রোববার (৩১ আগস্ট) দুপুরে কুলাউড়া পৌরসভা হলরুমে খেলাফত মজলিস কুলাউড়া উত্তর ইউনিট ও পৌর শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “খেলাফত মজলিস জনগণের আস্থা অর্জন করে ন্যায়ভিত্তিক সমাজ গঠন করতে চায়। ইসলামের নীতি-আদর্শের আলোকে আমরা একটি আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছি।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখ ফয়জুল ইসলাম সিদ্দিকি এবং সঞ্চালনা করেন মাওলানা হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা সাধারণ সম্পাদক মাওলানা হিফজুর রাহমান হেলাল।
এছাড়া উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা শাখার সভাপতি শায়খুল হাদীস মাওলানা ইউনুস আহমদ, সহসভাপতি মাওলানা আব্দুস সালাম, মাওলানা কাজী জুনাইদ আহমদ বেলাল, মাওলানা ইমরান আহমদ, মো. আব্দুস শাকুর, আহমদ হুসাইন (শাদীপুর), মাওলানা ইমরান আহমদ (নতুনপাড়া), সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ, সহ-সাধারণ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম নোমানী (জয়পাশা), সাংগঠনিক সম্পাদক মাওলানা সালমান আহমদ মনসুর (উত্তর কুলাউড়া), সহ-সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন (উত্তর কুলাউড়া ) প্রমুখ নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে কুলাউড়া শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক বর্ণাঢ্য মিছিল বের করা হয়। এতে দলের নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ অংশ নেন। মিছিলটি পুরো শহরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, মৌলভীবাজার জেলায় খেলাফত মজলিসের সাংগঠনিক কার্যক্রম ধীরে ধীরে গতিশীল হচ্ছে। নতুন নেতৃত্বে দলটি আগামী দিনে আরও সক্রিয় ভূমিকা রাখতে পারবে বলেও তারা আশা প্রকাশ করেছেন।
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by DHAKA-HOST-BD