
মৌলভীবাজার প্রতিনিধি ॥
গত ২৩ আগস্ট, শনিবার বেলা ২ ঘটিকায় মৌলভীবাজার জেলার কুলাউড়া শহরস্থ মসজিদে বাংলাদেশ খেলাফত মজলিস কুলাউড়া উপজেলা (উত্তর ইউনিট) এর পূর্ণাঙ্গ কমিটি পুনর্গঠন সম্পন্ন হয়েছে।
[video width="478" height="850" mp4="https://sylheterbarud.com/wp-content/uploads/2025/08/WhatsApp-Video-2025-08-24-at-22.48.34_4f448291.mp4"][/video]
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শাখার সভাপতি শায়খুল হাদীস মাওলানা ইউনুস আহমদ। এছাড়া সহ-সভাপতি মাওলানা আব্দুস সালাম, মাওলানা কাজী জুনাইদ আহমদ বেলাল, মোঃ তাহির আলী, মোঃ বাদশা মিয়া, মাওলানা ইমরান আহমদ, মোঃ আব্দুস শাকুর ও সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে ৪১ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
সভাপতি: মাওলানা শেখ ফয়জুল ইসলাম সিদ্দিকী (ভাটেরা)
সহ-সভাপতি: আহমদ হুসাইন (শাদীপুর), মাওলানা মঈন উদ্দিন (ভুকশিমইল), মাওলানা আব্দুল মজিদ (লস্করপুর), মোবারক হুসাইন পালপুরী (মনসুর), মোঃ তাহির আলী (উত্তর কুলাউড়া), মোঃ বাদশা মিয়া (উত্তর কুলাউড়া)সহ আরও বেশ কয়েকজন।
সাধারণ সম্পাদক: মাওলানা হাবিবুর রহমান (বালিচিরি)
সহ-সাধারণ সম্পাদক: মাওলানা নজরুল ইসলাম নোমানী (উত্তর কুলাউড়া), হাফিজ মাওলানা আবুল কালাম আজাদ (বরমচাল), ক্বারি আব্দুল মুহিত (মনসুর)
সাংগঠনিক সম্পাদক: মাওলানা সালমান আহমদ (মনসুর)
অর্থ সম্পাদক: আব্দুস সামাদ (কাদিরপুর)
প্রচার ও প্রকাশনা সম্পাদক: ওবায়দুর রহমান তুলা (ভাটেরা)
প্রবাসী কল্যাণ সম্পাদক: মাওলানা গিলমান আহমদ (ভাটেরা)
সমাজ কল্যাণ সম্পাদক: আশরাফুল ইসলাম (লৈয়ারহাই)
ছাত্র বিষয়ক সম্পাদক: হাজী রেদওয়ান আহমদ (বিছরাকান্দি)
কমিটির অন্যান্য পদে দায়িত্ব পেয়েছেন আরও বহু স্থানীয় দায়িত্বশীল।
এ সময় বক্তারা বলেন, খেলাফত মজলিসের নতুন নেতৃত্ব ইসলাম, দেশ ও মানুষের কল্যাণে কাজ করবে। তারা কুলাউড়া উপজেলার উত্তর ইউনিটকে একটি গতিশীল ও কার্যকর সংগঠন হিসেবে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।