কুলাউড়া উপজেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল ১৩ সেপ্টেম্বর 

প্রকাশিত: ১১:৫৬ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২৫

কুলাউড়া উপজেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল ১৩ সেপ্টেম্বর 

 

কুলাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির বর্ধিত সভায় উপরোক্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

 

স্হানীয় রেস্তোরায় ২৫ আগষ্ট উপজেলা বিএনপির আহ্বায়ক রেদোয়ান খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন।প্রধান বক্তা জেলা বিএনপির সদস্য সচিব আঃ রহিম রিপন। বিশেষ অতিথি ছিলেন এডভোকেট আবেদ রাজা ও শওকতুল ইসলাম শকু। উপস্থিত ছিলেন উপজেলার যুগ্ম আহ্বায়কদ্বয় বদরুল হোসেন খান ও জলিল জামালসহ সদস্যগণ।

 

কর্মসূচীতে বিএনপির স্হায়ী কমিটির নেতা ডাঃ জাহিদ হোসেন প্রধান অতিথি থাকবেন।

 

সভায় এড আবেদ রাজাকে আহ্বায়ক করে সম্মেলন প্রস্তুতি কমিটি এবং রেদোয়ান খানকে কাউন্সিলের প্রধান নির্বাচন কমিশনার করা হয়।

 

কাউন্সিলে একাধিক প্রার্থী থাকলে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সিনিয়র যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদক এই ৫ পদে নির্বাচন হবে।

 

৩০ আগষ্ট নির্ধারিত ফিস দিয়ে মনোনয়ন পত্র গ্রহণ, ৩১ আগষ্ট প্রত্যাহার ও বাছাই সম্পন্ন করে চূড়ান্ত প্রার্থী তালিকা দেয়া হবে।

 

বিভাগীয় সাংগঠনিক জিকে গৌছ, সহ-সাংগঠনিক মিফতা সিদ্দিকী ও কলিম উদ্দিন,নাসের রহমানসহ অন্যরা অতিথি থাকবেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ নিউজ