
আগামী ১৩ সেপ্টেম্বর, শনিবার কুলাউড়া উপজেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে প্রস্তুতি নিয়ে বক্তব্য রাখেন কুলাউড়ার গণমানুষের নেতা এডভোকেট আবেদ রাজা।
[video width="678" height="848" mp4="https://sylheterbarud.com/wp-content/uploads/2025/09/WhatsApp-Video-2025-09-10-at-16.44.41_d0d8639b.mp4"][/video]
গত ৯ সেপ্টেম্বর, মঙ্গলবার সন্ধ্যায় প্রস্তুতি কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি।
এর আগে দুপুরে সম্মেলনের স্থান কুলাউড়া বালিকা উচ্চবিদ্যালয়ের মাঠ পরিদর্শন করেন জেলা বিএনপির সদস্য সচিব আঃ রহিম রিপনসহ অন্যান্য নেতৃবৃন্দ।