১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

কুষ্টিয়ায় রসুনক্ষেত নিয়ে বিরোধে বল্লমের আঘাতে যুবক নিহত

admin
প্রকাশিত ১৬ ডিসেম্বর, মঙ্গলবার, ২০২৫ ২১:০৫:৫৭
কুষ্টিয়ায় রসুনক্ষেত নিয়ে বিরোধে বল্লমের আঘাতে যুবক নিহত

Manual6 Ad Code

কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখী ইউনিয়নের মটপাড়া এলাকায় রসুনের খেতে মুরগি যাওয়াকে কেন্দ্র করে পারিবারিক কলহের জেরে বল্লমের আঘাতে হাফিজুল ইসলাম (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

নিহত হাফিজুল ইসলাম একই এলাকার নুর ইসলামের ছেলে। তিনি পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, দুপুরে হাফিজুল ইসলামের চাচাতো ভাই মহিরের রসুনের খেতে মুরগি ঢুকে পড়াকে কেন্দ্র করে দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ধস্তাধস্তির সময় মহির পেছন থেকে বল্লম দিয়ে হাফিজুলের পিঠে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।

Manual7 Ad Code

পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হোসেন ইমাম জানান, ধারালো অস্ত্রের আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে।

Manual2 Ad Code

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর জানান, পারিবারিক বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে। দাফন সম্পন্ন হওয়ার পর নিহতের পরিবার মামলা করবেন বলে জানিয়েছেন।

Manual7 Ad Code