২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

কুষ্টিয়ার দৌলতপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নিহত ২

admin
প্রকাশিত ১০ সেপ্টেম্বর, বুধবার, ২০২৫ ১১:০১:১১
কুষ্টিয়ার দৌলতপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নিহত ২

Manual3 Ad Code

 মন্ডল ও সর্দার গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত আরও চারজন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান কান্দিরপাড়া গ্রামে এ সংঘর্ষ হয়।

Manual1 Ad Code


 নিহতদের পরিচয়

  • নিহতরা হলেন মৃত হামের সর্দারের ছেলে সারফান সর্দার (৫০) এবং তাঁর ভাগনে মৃত বিছার সর্দারের ছেলে বাইজিদ সর্দার (৩৫)


 কীভাবে ঘটেছে ঘটনা

স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ১২টার দিকে বাগোয়ান কান্দিরপাড়া বাজার এলাকায় মন্ডল গ্রুপ ও সর্দার গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে।

Manual4 Ad Code

  • ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই নিহত হন সারফান সর্দার।

  • গুরুতর আহত বাইজিদ সর্দারকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

  • আহত আরও চারজন বর্তমানে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।


 পরিবারের অভিযোগ

নিহত সারফান সর্দারের মেয়ে মিম খাতুন অভিযোগ করে বলেন,

“রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে পাশের একটি বাগানে আমার বাবাকে পা কেটে ও গলা কেটে হত্যা করেছে প্রতিপক্ষরা।”


 পুলিশের বক্তব্য

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ বলেন,

Manual4 Ad Code

“আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে সর্দার গ্রুপের দুজন নিহত হয়েছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে পাশাপাশি সেনাবাহিনী টহল দিচ্ছে।”

তিনি আরও জানান, এ ঘটনায় রাতেই তিন থেকে চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

Manual2 Ad Code