সিলেট ৩রা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২৫
স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার ভেড়ামারায় প্রাইভেট কার ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফরিদা ইয়াসমিন (৫৮) আহত হয়েছেন। বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের ভেড়ামারার ১০ মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় তাঁর গাড়িচালকও আহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর কাভার্ড ভ্যান ও এর চালককে হেফাজতে নেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে কুষ্টিয়া শহর থেকে প্রাইভেট কারে ভেড়ামারার উদ্দেশে রওনা হয়েছিলেন ফরিদা ইয়াসমিন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষে প্রাইভেট কারটি দুমড়েমুচড়ে যায়। স্থানীয়রা দ্রুত তাঁদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) হোসেন ইমাম জানান, ফরিদা ইয়াসমিন মাথা ও কপালে আঘাত পেয়েছেন। তিনি গুরুতর আহত হওয়ায় সিটি স্ক্যানের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পাওয়ার পর বিস্তারিত বলা যাবে।
দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান কুষ্টিয়া জেলা বিএনপির সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকারসহ স্থানীয় নেতারা। তাঁরা ফরিদা ইয়াসমিনের চিকিৎসার খোঁজখবর নেন।
চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ বলেন,
“কাভার্ড ভ্যান ও চালক পুলিশের হেফাজতে রয়েছে। তবে বিষয়টি দুই পক্ষই মীমাংসা করে নিতে চাইছে।”
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by DHAKA-HOST-BD