২১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রজব, ১৪৪৭ হিজরি

কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে চাকরি হারালেন সিবিএ ব্যাংকের ২৫ বছরের কর্মী

admin
প্রকাশিত ০৫ সেপ্টেম্বর, শুক্রবার, ২০২৫ ১২:২১:১৪
কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে চাকরি হারালেন সিবিএ ব্যাংকের ২৫ বছরের কর্মী

Manual1 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক:
৬৩ বছর বয়সী ক্যাথেরিন সুলিভান অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় ব্যাংক কমনওয়েলথ ব্যাংক অব অস্ট্রেলিয়া (সিবিএ)-তে টানা ২৫ বছর কাজ করেছেন। কিন্তু গত জুলাইয়ে তাঁর চাকরি কেড়ে নেয় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। শুধু ক্যাথেরিন নন, ওই মাসে ব্যাংকটির আরও ৪৪ কর্মী চাকরিচ্যুত হন।

Manual1 Ad Code

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম নিউজ কর্প অস্ট্রেলিয়া জানিয়েছে, সিবিএ-ই প্রথম প্রতিষ্ঠান যারা সরাসরি এআই প্রযুক্তিকে মানব কর্মীর বিকল্প হিসেবে কাজে লাগাচ্ছে। সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, যেসব কর্মী ছাঁটাই হয়েছেন—তারাই প্রশিক্ষণ দিয়েছিলেন ওই চ্যাটবটগুলোকে।

রাজধানী ক্যানবেরায় এআই বিষয়ক এক সেমিনারে ক্যাথেরিন বলেন,

“বাম্বলিবি নামের একটি চ্যাটবটকে আমি প্রশিক্ষণ দিচ্ছিলাম। স্ক্রিপ্ট লেখা থেকে শুরু করে উত্তর পর্যবেক্ষণ—সবকিছু করেছি। ভেবেছিলাম এটি দেশের বাইরে কাজে লাগানো হবে। কিন্তু শেষ পর্যন্ত সেটিই আমার চাকরি কেড়ে নিলো।”

Manual4 Ad Code

তিনি আরও জানান, ২৫ বছর কাজ করার পর এভাবে চাকরি হারানো তাঁর কাছে ছিল অবিশ্বাস্য অভিজ্ঞতা। নিজের অজান্তেই তিনি যেন নিজের চাকরি হারানোর পথ প্রশস্ত করেছিলেন।

Manual8 Ad Code

ক্যাথেরিন বলেন, “আমি এআইয়ের ব্যবহারকে সমর্থন করি এবং কর্মক্ষেত্রে এর প্রয়োজনীয়তা দেখি। তবে মানুষের চাকরি রক্ষা করতে ও কপিরাইট আইন ভঙ্গ ঠেকাতে কঠোর নিয়ম-কানুন থাকা উচিত।”

Manual1 Ad Code