১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

কে হচ্ছেন কানাইঘাটে উপজেলা চেয়ারম্যান, চলছে নানা আলোচনা

admin
প্রকাশিত ২৯ মে, বুধবার, ২০২৪ ১৬:২৫:৩৬
কে হচ্ছেন কানাইঘাটে উপজেলা চেয়ারম্যান, চলছে নানা আলোচনা

Manual4 Ad Code

কে হচ্ছেন কানাইঘাটে উপজেলা চেয়ারম্যান, চলছে নানা আলোচনা

 

কানাইঘাট থেকে জয়নাল আজাদ :: আগামী ৫জুন কানাইঘাট উপজেলা পরিষদ এর নির্বাচন আর নির্বাচন কে ঘিরে সর্বত্র চলছে নানান আলোচনা সমালোচনা আর গুঞ্জন কে হচ্ছেন বিজয়ের মালা পড়ে কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান গ্রামের ঐক্য, সম্প্রদায়ের দোহাই, পরিবর্তন, উন্নয়ন জনবান্ধব উপজেলা পরিষদ গঠনের জন্য ভোটার দের প্রতি নানান আহবান আর প্রতিশ্রুতি দিয়ে চলছে নির্বাচনের প্রচারনা, ভোটের বাকি মাত্র ৭ দিন। বিরামহীন নির্ঘুম প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। যেন দম ফেলার ফুরসত নেই প্রার্থী ও সমর্থকদের। বিএনপি জামায়াত নির্বাচনে অংশ নেয়নি এই নির্বাচনে সেই সুবাধে আওয়ামী লীগের মাঝে প্রার্থী একাদিক সিনিয়র ও বর্তমান পদধারী নেতারা নির্বাচনে প্রার্থী হয়েছেন।

 

Manual1 Ad Code

টাকার ছড়াছড়ি ও এমন কি বিগত নির্বাচনে এসব নানা কথা চিন্তা করে ভোটাররাও কষছেন নানা হিসাব-নিকাশ। ভোটাররা জানিয়েছেন প্রার্থীর ব্যক্তিত্ব যোগ্যতা ও জনপ্রিয়তা ঐক্যের দুহাই ও সাম্প্রদায়িক মত বিরুদ্ধের উর্ধে উঠেই যাচাই করে তারা ভোট দেবেন। পাড়া মহল্লা আর চার স্টল থেকে শুরু করে চলছে সর্বত্র আলোচনা কে হচ্ছেন উপজেলা পরিষদ এর চেয়ারম্যান আর চেয়ারে বসবেন কে জৈনক ব্যাক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেল ভোট আর আগের মত নেই এখন টাকার খেলা টকায় ভোট বিক্রি হয়ে যার ভোট দিতে মানুষ আর আনন্দ পায় না দিনে ভোটের এক হিসাব থাকে আর রাতে এক হিসাব কারেন্ট চলে গেলে ভোটের ফলাফল পরিবর্তন হয়ে যায় তাই আর এবার ভোটে যাবোনা।

Manual2 Ad Code

 

Manual8 Ad Code

আগামী ৫জুন সিলেটের কানাইঘাট উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপজেলায় চেয়ারম্যান পদে দ্বীর্মুখী লড়াইয়ের আশংকার কথা জানিয়েছেন ভোটার ও স্থানীয় তৃণমুলের আওয়ামীলীগের নেতা কর্মীরা । মূল আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন আওয়ামী লীগের দুই নেতা।
তারা হলেন-জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ম্স্তাক আহমদ পলাশ (মটর সাইকেল), বাংলাদেশ আওয়ামীলীগ উপ কমিটির শিল্প ও ব্যাণিজিক বিষয়ক সম্পাদক এ কে এম সামছুজ্জামান বাহার ( ঘোড়া) তবে লড়াইর মাঠে রয়েছেন আরও ৪জন তারা ও নিজ নিজ অবস্থান ভোটারের সামনে তুলে ধরে উপজেলার প্রতিটি স্থানে চষে বেড়াচ্ছেন। ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, আলোচনায় এগিয়ে আছেন সাবেক সাতবাগ ইউপির চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ মটর সাইকেল।দলের শীর্ষ সিনিয়র নেতাদের সমর্থন আদায়ের পাশাপাশি কর্মী সমর্থক নিয়ে মূল লড়াইয়ে অনেকটা এগিয়ে রয়েছেন তিনি। এছাড়াও আলোচনায় রয়েছেন ঘোড়া প্রতীকের এ কে এম শামসুজ্জামান বাহার,টেলিফোন প্রতীকের খায়ের চৌধুরী সহ বাকী আরও ৪জন প্রার্থী।

অনেকের মতে, নানা হিসেব নিকেশের বেড়াজালে ভোটে চমক দেখাতে পারেন মটর সাইকেলর মার্কার মস্তাক আহদম পলাশ । তিনি তরুণ ভোটারদের আলোচনায় রয়েছেন। এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
কানাইঘাট উপজেলা নির্বাচনের বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন কানাইঘাট উপজেলা নির্বাহী অফিসার ফারজানা নাছরিন ও কানাইঘাট থানার অফিসার ইনচার্জ ।

Manual3 Ad Code