১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

কোতোয়ালী মডেল থানা পুলিশ কর্তৃক ২০০ বোতল ফেনসিডিল ও ০১টি সিএনজি অটোরিক্সা আটক।

প্রকাশিত ১৫ নভেম্বর, রবিবার, ২০২০ ২১:১০:৫৬

অনলাইন ডেক্স:: ১৫ নভেম্বর রবিবার ৬.৪৫ মিনিটের সময় কোতোয়ালী মডেল থানাধীন শামীমাবাদ সাকিনস্থ ৪নং রোডের মাথায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করিতেছে সংবাদ প্রাপ্ত হইয়া অফিসার-ইনচার্জ জনাব মোহাম্মদ সেলিম মিঞা এর নির্দেশনায় লামাবারবাজার পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ এসআই(নিঃ)/মোঃ রেজাউল করিম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ কোতোয়ালী মডেল থানাধীন বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করাকালে একজন অজ্ঞাতনামা সিএনজি অটোরিক্সা চালক পুলিশের উপস্থিতি টের পাইয়া দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে উল্লেখিত সিএনজি অটোরিক্সার যাত্রী বসার সিটের পিছনে একটি প্লাষ্টিকের বস্তায় রক্ষিত ভারতীয় তৈরী সর্বমোট ২০০ (দুইশত) বোতেল ফেনসিডিল এবং মাদক ব্যবসায় ব্যবহৃত ০১টি সিএনজি অটোরিক্সা অদ্য ১৫/১১/২০২০খ্রিঃ তারিখ ১৯.৩০ ঘটিকায় উদ্ধার পূর্বক জব্দ করেন। ঘটনার বিষয়ে এসআই(নিঃ)/মোঃ রেজাউল করিম বাদী হইয়া অজ্ঞাতনামা সিএনজি অটোরিক্সা চালক এর বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করিলে কোতোয়ালী মডেল থানার মামলা নং-৩৯, তাং-১৫/১১/২০২০খ্রিঃ, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর টেবিল ১৪ (গ)/৩৮ রুজু করা হয়।