সিলেট ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০৭ অপরাহ্ণ, জুন ১০, ২০২৫
মোঃ আবু হাসান আকন্দঃ গাজীপুরের কোনাবাড়ী থানা এলাকা থেকে চুরি হওয়া পিকআপ গাড়ী সিরাজগঞ্জ জেলার যমুনা সেতুর পশ্চিম থানা এলাকা থেকে উদ্ধার এবং ২ জন চোর কে আটক করেছে কোনাবাড়ী থানা পুলিশ।
পুলিশ ও মামলা সুত্রে জানা যায়,গত-০৯/০৬/২৫ তারিখে সুমন মিয়া বাদী হয়ে কোনাবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ জানান যে,গত-০৮/০৬/২৫ তারিখ বেলা-১২:৩৬ থেকে দূপূর-০১:১০ ঘটিকার মধ্যবর্তী সময়ে কোনাবাড়ী থানাধীন আমবাগ মিতালী ক্লাব সংলগ্ন মসজিদের সামনে থেকে তাহার মালিকানাধীন টাটা ACE x-2 মডেলের একটি মিনি ট্রাক যাহার রেজিঃ নম্বর ঢাকা-ন-২৩-০৪১৯ গাড়ীটি অজ্ঞাত নামা চোর/চোরেরা চুরি করিয়া নিয়া যায়।
এই সংক্রান্তে কোনাবাড়ী থানার মামলা নং-৩,তারিখ-০৯/০৬/২৫,ধারা-৩৭৯ পেনাল কোড রুজু করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা চৌকস পুলিশ অফিসার এসআই(নিঃ)/ মনির হোসেন তথ্য-প্রযুক্তির সহায়তায় প্রাপ্ত তথ্য ও বিশ্বস্ত সোর্সের দেয়া তথ্য মতে অভিযান পরিচালনা করিয়া সিরাজগঞ্জ জেলাধীন যমুনা সেতু পশ্চিম থানা এলাকা থেকে আসামী ১। জায়েদ(৪০),পিতা- মৃত আহাম্মেদ আলী,সাং-নয়াবাটীর মোড়,থানা-খালিশপুর,খুলনা মহানগর এবং ২। হৃদয়(২২),পিতা মৃত-রাজু সাং-বাগদা,থানা-গোবিন্দগঞ্জ,জেলা- গাইবান্ধাদ্বয়কে গ্রেফতার করতঃ উল্লখিত চুরি যাওয়া গাড়ীটি তাদের হেফাযত হইতে উদ্ধার করেন।
এ বিষয়ে কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ সালাউদ্দিন বলেন, আসামীদের জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by DHAKA-HOST-BD