সিলেট, শুক্রবার:
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় পৃথক দুটি স্থানে ভারতীয় খাসিয়াদের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। আজ শুক্রবার এসব ঘটনা ঘটে।
নিহতরা হলেন কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নের পূর্ব তুরুং গ্রামের মো. বোরহান উদ্দিনের ছেলে মো. আশিকুর রহমান এবং একই উপজেলার বরম সিদ্দিপুর এলাকার আজমন আলীর ছেলে মো. ইয়াকুব আলী।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম খান বলেন, অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে খাসিয়াদের সুপারিপুঞ্জিতে ঢোকার সময় তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে দুজন গুলিবিদ্ধ হয়ে মারা যান। নিহতদের মরদেহ পুলিশের হেফাজতে রয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
স্থানীয় সূত্র জানায়, শুক্রবার বেলা ১১টার দিকে দমদমিয়া সীমান্তের পিলার নম্বর ১২৬০/৪-এস সংলগ্ন এলাকা দিয়ে কয়েকজন বাংলাদেশি আনুমানিক এক থেকে দেড় কিলোমিটার ভারতের অভ্যন্তরে রাজন টিলার সুপারিবাগানে প্রবেশ করেন। এ সময় সেখানে অবস্থানরত ভারতীয় বাগানমালিক খাসিয়ারা তাঁদের লক্ষ্য করে বন্দুক থেকে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে মো. আশিকুর রহমান গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে তাঁর সঙ্গে থাকা অন্যরা মরদেহটি বাংলাদেশে এনে নিজ বাড়িতে নিয়ে যান।
অন্যদিকে, একই দিন বিকেল ৩টার দিকে সীমান্ত পিলার ১২৫৫/২-এস থেকে আনুমানিক ৩০০ গজ ভারতের অভ্যন্তরে বরম সিদ্দিপুর এলাকায় সুপারিবাগানে ঢোকার সময় দুই ব্যক্তিকে লক্ষ্য করে ছররা গুলি ছোড়া হয়। এতে মো. ইয়াকুব আলী গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে।