১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

কোয়েটায় আত্মঘাতী হামলায় ১৩ নিহত, আহত অন্তত ৩০

admin
প্রকাশিত ০৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৫ ১৪:৪৪:৪৮
কোয়েটায় আত্মঘাতী হামলায় ১৩ নিহত, আহত অন্তত ৩০

Manual6 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় ভয়াবহ আত্মঘাতী হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কমপক্ষে ৩০ জন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় শহরের ব্যস্ততম সারিয়াব এলাকার শাহওয়ানি স্টেডিয়ামের কাছে এ হামলার ঘটনা ঘটে।

Manual1 Ad Code

বার্তা সংস্থা এপির খবরে বলা হয়েছে, বেলুচিস্তান ন্যাশনাল পার্টির (বিএনপি) প্রতিষ্ঠাতা সরদার আতাউল্লাহ মেঙ্গলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত রাজনৈতিক সমাবেশ শেষে কর্মী-সমর্থকরা বেরিয়ে আসার সময় বিস্ফোরণ ঘটে।

Manual3 Ad Code

দলের নেতা আখতার মেঙ্গল এ ঘটনায় কোনো আঘাত পাননি বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলো নিশ্চিত করেছে। পুলিশ জানিয়েছে, হামলাকারীর দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। স্থানীয় সরকারি হাসপাতালের মুখপাত্র ওয়াসিম বাইগ জানান, হাসপাতালে ১৩ জনের মরদেহ আনা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। তবে গেল কয়েক মাস ধরে পাকিস্তান সরকার ভারতকে তালেবান ও বেলুচ বিচ্ছিন্নতাবাদীদের সমর্থনের অভিযোগ করে আসছে। যদিও নয়াদিল্লি এ অভিযোগ অস্বীকার করেছে।

Manual1 Ad Code

প্রদেশের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি এ হামলার তীব্র নিন্দা জানিয়ে একে ‘কাপুরুষোচিত’ আখ্যা দিয়েছেন। আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত ও ঘটনার সঠিক বিচার প্রক্রিয়ার নির্দেশ দিয়েছেন তিনি। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভিও হামলার নিন্দা জানিয়ে বলেন, এর পেছনে ভারত সমর্থিত সন্ত্রাসীদের হাত রয়েছে।

Manual4 Ad Code