সিলেট ৩রা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় ভয়াবহ আত্মঘাতী হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কমপক্ষে ৩০ জন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় শহরের ব্যস্ততম সারিয়াব এলাকার শাহওয়ানি স্টেডিয়ামের কাছে এ হামলার ঘটনা ঘটে।
বার্তা সংস্থা এপির খবরে বলা হয়েছে, বেলুচিস্তান ন্যাশনাল পার্টির (বিএনপি) প্রতিষ্ঠাতা সরদার আতাউল্লাহ মেঙ্গলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত রাজনৈতিক সমাবেশ শেষে কর্মী-সমর্থকরা বেরিয়ে আসার সময় বিস্ফোরণ ঘটে।
দলের নেতা আখতার মেঙ্গল এ ঘটনায় কোনো আঘাত পাননি বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলো নিশ্চিত করেছে। পুলিশ জানিয়েছে, হামলাকারীর দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। স্থানীয় সরকারি হাসপাতালের মুখপাত্র ওয়াসিম বাইগ জানান, হাসপাতালে ১৩ জনের মরদেহ আনা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। তবে গেল কয়েক মাস ধরে পাকিস্তান সরকার ভারতকে তালেবান ও বেলুচ বিচ্ছিন্নতাবাদীদের সমর্থনের অভিযোগ করে আসছে। যদিও নয়াদিল্লি এ অভিযোগ অস্বীকার করেছে।
প্রদেশের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি এ হামলার তীব্র নিন্দা জানিয়ে একে ‘কাপুরুষোচিত’ আখ্যা দিয়েছেন। আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত ও ঘটনার সঠিক বিচার প্রক্রিয়ার নির্দেশ দিয়েছেন তিনি। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভিও হামলার নিন্দা জানিয়ে বলেন, এর পেছনে ভারত সমর্থিত সন্ত্রাসীদের হাত রয়েছে।
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by DHAKA-HOST-BD