সিলেট ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩৯ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২৫
নিউজিল্যান্ডের বিপক্ষে দারুণ এক হ্যাটট্রিক করে বসেছিলেন মাহিশ থিকসানা। এর আগে পড়েও অসাধারণ পারফরম্যান্স উপহার দিয়েছেন তিনি। যার ফলে আইসিসি ওয়ানডে বোলিং র্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো শীর্ষ তিনে উঠেছেন শ্রীলঙ্কার এই স্পিনার।
৪ ধাপ এগিয়ে তিনি বর্তমানে তৃতীয় স্থানে রয়েছেন। হ্যামিল্টনে প্রথম ওয়ানডেতে ৪৪ রানে ৪ উইকেট এবং সিরিজে মোট ৭ উইকেট শিকার করে এই সাফল্য অর্জন করেছেন। যদিও শ্রীলঙ্কা সিরিজটি ২-১ ব্যবধানে হেরেছে।
বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছেন আফগানিস্তানের রশিদ খান এবং দ্বিতীয় স্থানে ভারতের কুলদীপ যাদব। নিউজিল্যান্ডের পেসার ম্যাট হেনরি ৩ ধাপ এগিয়ে ৯ম স্থানে এবং বাঁ-হাতি স্পিনার মিচেল স্যান্টনার ২ ধাপ এগিয়ে ১৫তম স্থানে অবস্থান করছেন। লঙ্কান পেসার আসিথা ফার্নান্দো প্রথমবারের মতো শীর্ষ ১০০-তে জায়গা করে নিয়েছেন। তিনি ৩৪ ধাপ এগিয়ে এখন ৯৭তম স্থানে।
ব্যাটিং র্যাঙ্কিংয়ে শীর্ষ দশে কোনো পরিবর্তন নেই। পাকিস্তানের বাবর আজম শীর্ষস্থান ধরে রেখেছেন। তবে শ্রীলঙ্কার চারিথ আসালাঙ্কা নিউজিল্যান্ড সিরিজে খারাপ ফর্মের কারণে ৫ ধাপ পিছিয়ে ১৮তম স্থানে নেমে গেছেন।
অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়েও উন্নতি করেছেন থিকশানা। ৪ ধাপ এগিয়ে তিনি এখন ২৬তম স্থানে রয়েছেন। শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা ২ ধাপ পিছিয়ে ১৩তম স্থানে নেমে গেছেন। একইভাবে নিউজিল্যান্ডের অলরাউন্ডার মিচেল স্যান্টনারও ২ ধাপ পিছিয়ে বর্তমানে ১৭তম স্থানে।
অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী। দ্বিতীয় স্থানে রয়েছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা, তৃতীয় স্থানে আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই, এবং চতুর্থ স্থানে আছেন বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ।
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by DHAKA-HOST-BD