পাহাড়ি ছাত্র ও নারী সংগঠনগুলোর আধাবেলা কর্মসূচিতে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ
খাগড়াছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত দুই সংগঠন—পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশন—আজ বুধবার সকাল থেকে আধাবেলা সড়ক অবরোধ করেছে।
Manual5 Ad Code
পরিস্থিতি
আজ সকাল থেকে জেলায় দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ।
Manual7 Ad Code
জেলার কোথাও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক আছে।
Manual1 Ad Code
ভোরে অবরোধকারীরা বিভিন্ন সড়কে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধের চেষ্টা করলেও পুলিশের সতর্কতার কারণে সফল হয়নি।
Manual7 Ad Code
অবরোধের কারণ ও সময়
মানিকছড়ি ও গুইমারা সীমান্তবর্তী তবলাপাড়ায় গুলিবর্ষণ ও সন্ত্রাসের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার না করায় এই অবরোধের ডাক দেওয়া হয়েছে।
কর্মসূচির আওতায় খাগড়াছড়ি-ঢাকা, খাগড়াছড়ি-চট্টগ্রাম ও খাগড়াছড়ি-সাজেক পর্যটন সড়ক সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অবরোধ থাকবে।