খাগড়াছড়িতে ইউপিডিএফ সমর্থিত সংগঠনগুলোর ডাকে সড়ক অবরোধ

প্রকাশিত: ১১:৪০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২৫

খাগড়াছড়িতে ইউপিডিএফ সমর্থিত সংগঠনগুলোর ডাকে সড়ক অবরোধ

পাহাড়ি ছাত্র ও নারী সংগঠনগুলোর আধাবেলা কর্মসূচিতে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ

খাগড়াছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত দুই সংগঠন—পাহাড়ি ছাত্র পরিষদহিল উইমেন্স ফেডারেশন—আজ বুধবার সকাল থেকে আধাবেলা সড়ক অবরোধ করেছে।


 পরিস্থিতি

  • আজ সকাল থেকে জেলায় দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ

  • জেলার কোথাও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

  • খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক আছে

  • ভোরে অবরোধকারীরা বিভিন্ন সড়কে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধের চেষ্টা করলেও পুলিশের সতর্কতার কারণে সফল হয়নি


 অবরোধের কারণ ও সময়

  • মানিকছড়ি ও গুইমারা সীমান্তবর্তী তবলাপাড়ায় গুলিবর্ষণ ও সন্ত্রাসের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার না করায় এই অবরোধের ডাক দেওয়া হয়েছে।

  • কর্মসূচির আওতায় খাগড়াছড়ি-ঢাকা, খাগড়াছড়ি-চট্টগ্রাম ও খাগড়াছড়ি-সাজেক পর্যটন সড়ক সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অবরোধ থাকবে

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ নিউজ