খাগড়াছড়ির পানছড়ি উপজেলার দুর্গম জগাপাড়া এলাকায় সেনাবাহিনীর সঙ্গে ইউপিডিএফ (মূল) দলের সশস্ত্র সদস্যদের গুলিবিনিময় হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে।
বাংলাদেশ সেনাবাহিনী এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, দীর্ঘমেয়াদি অভিযানের অংশ হিসেবে টহল দল আজ সকালে এক সন্দেহভাজন সক্রিয় সদস্যের বাড়িতে তল্লাশি চালায়। এ সময় পাড়ায় অবস্থানরত ইউপিডিএফ (মূল) দলের ১৫-২০ জন সশস্ত্র সদস্য সেনাদের ওপর গুলি চালালে পাল্টা গুলিবিনিময় হয়।
পরবর্তীতে বিস্তর তল্লাশি চালিয়ে ওই এলাকা থেকে ১টি রাশিয়ান পিস্তল, ২টি ম্যাগাজিন, ২০০ রাইফেলের গুলি, ৮টি গুলি, ১টি ওয়াকিটকি সেট, ইউনিফর্ম ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। তবে দুর্গম এলাকা হওয়ায় সশস্ত্র দলটি পালিয়ে যায়। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পার্বত্য চট্টগ্রামে সব জাতি-গোষ্ঠীর জানমালের নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী বদ্ধপরিকর এবং সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর অভিযান অব্যাহত থাকবে।