ঢাকা, শুক্রবার — সম্প্রতি খাগড়াছড়িতে সংঘটিত সহিংসতার ঘটনায় বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রতিবেশী দেশের ইন্ধনের অভিযোগ করেন। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
আজ শুক্রবার সাপ্তাহিক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘আমরা এই মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগগুলো প্রত্যাখ্যান করছি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সে দেশে আইনশৃঙ্খলা বজায় রাখতে অক্ষম এবং তাদের অভ্যাস হলো প্রতিনিয়ত অন্য কারও ওপর দোষ চাপানোর চেষ্টা করা।’
তিনি আরও পরামর্শ দেন, বাংলাদেশ সরকার যেন নিজেদের দিকে নজর দেয় এবং পার্বত্য চট্টগ্রামে সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতা, অগ্নিসংযোগ ও জমি দখলের ঘটনায় জড়িত স্থানীয় চরমপন্থীদের কার্যকলাপ নিয়ে গুরুত্ব সহকারে তদন্ত করে।
এর আগে, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী অভিযোগ করেছিলেন, খাগড়াছড়ির সাম্প্রতিক অস্থিতিশীলতায় প্রতিবেশী দেশের ইন্ধন রয়েছে।
খাগড়াছড়ির পরিস্থিতি
গত রোববার (২৩ সেপ্টেম্বর) এক মারমা কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপর সহিংসতায় অন্তত তিনজন নিহত হন। সাংবাদিকসহ অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন, যাদের মধ্যে ১৩ জন সেনাসদস্য ও তিনজন পুলিশ সদস্যও রয়েছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কর্তৃপক্ষ খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি করে, যা এখনো কার্যকর রয়েছে।