খাদিমনগর এলাকায় ছুরিকাঘাতে এক যুবক নি হ ত

প্রকাশিত: ৯:২১ অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০২৫

খাদিমনগর এলাকায় ছুরিকাঘাতে এক যুবক নি হ ত

সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানাধীন খাদিমনগর এলাকায় ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (১২ আগস্ট) বিকেল ৫টার দিকে খাদিমনগর জাতীয় উদ্যানে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মো. আজাদ (২৫), তিনি গোয়াইনঘাট থানার বিছনাকান্দি এলাকার আব্দুল জলিলের ছেলে।

 

 

 

 

স্থানীয় সূত্রে জানা যায়, ওই সময় একদল দুর্বৃত্ত আজাদকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

 

 

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুল হক জানান, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এখনো কোনো মামলা বা অভিযোগ দায়ের হয়নি। পুলিশ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ নিউজ