
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে এভারকেয়ার হাসপাতালে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
তিনি জানান, বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে খালেদা জিয়াকে দ্রুত লন্ডনে নেওয়া প্রয়োজন বলে সিদ্ধান্ত হয়েছে। এজন্য আজ মধ্যরাতের পরে অথবা আগামীকাল শুক্রবার সকালে দেশনেত্রীর লন্ডন যাত্রা হতে পারে।
বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে ইতোমধ্যে লন্ডনগামী এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে। মেডিকেল এবং সহায়ক দলের যাত্রাতালিকাও প্রকাশ করা হয়েছে।
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান দেশে পৌঁছালে তিনি এই দলের সঙ্গে যুক্ত হতে পারেন বলেও জানানো হয়েছে।
খালেদা জিয়ার সঙ্গে যাত্রায় থাকছেন মোট ১৪ জন সফরসঙ্গী। তারা হলেন—
১. পুত্রবধূ সৈয়দা শামিলা রহমান
২. চিকিৎসক জাহিদ হোসেন
৩. এনামুল হক চৌধুরী (চেয়ারপারসনের উপদেষ্টা)
৪. চিকিৎসক ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী
৫. চিকিৎসক সাহাবুদ্দিন তালুকদার
৬. চিকিৎসক নুরুদ্দিন আহমেদ
৭. চিকিৎসক মোহাম্মদ জাফর ইকবাল
৮. চিকিৎসক মোহাম্মদ আল মামুন
৯. হাসান শাহরিয়ার ইকবাল (এসএসএফ)
১০. সৈয়দ সামিন মাহফুজ (এসএসএফ)
১১. আব্দুল হাই মল্লিক (ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহকারী)
১২. মাসুদের রহমান (অ্যাসিস্ট্যান্ট প্রাইভেট সেক্রেটারি)
13. ইজতেমা বেগম (গৃহকর্মী)
14. রুপা শিকদার (গৃহকর্মী)
দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি ও ফুসফুসসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন বেগম খালেদা জিয়া। গত ২৩ নভেম্বর তিনি এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন এবং টানা ১২ দিন ধরে চিকিৎসাধীন রয়েছেন।
এর আগে চলতি বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন খালেদা জিয়া। ১১৭ দিন চিকিৎসা শেষে তিনি গত ৬ মে দেশে ফেরেন।