১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

খালেদা জিয়াকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে: শামসুজ্জামান দুদু

admin
প্রকাশিত ১২ ডিসেম্বর, শুক্রবার, ২০২৫ ২২:১৮:১২
খালেদা জিয়াকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে: শামসুজ্জামান দুদু

Manual1 Ad Code

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু অভিযোগ করে বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন, এক দিনে এই অবস্থায় পৌঁছাননি।

Manual3 Ad Code

শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী নবীন দলের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব মন্তব্য করেন।

শামসুজ্জামান দুদু বলেন, আওয়ামী লীগ সরকার দীর্ঘদিন ধরে খালেদা জিয়াকে যথাযথ চিকিৎসা দেয়নি। “তিনি হঠাৎ হাসপাতালে—এটি সত্য নয়। তাঁকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে ফ্যাসিবাদী আওয়ামী লীগ। যা কোনো সভ্য সমাজে কাম্য নয়।”

Manual8 Ad Code

তিনি আরও বলেন, খালেদা জিয়াকে রক্ষা করাই গণতন্ত্র রক্ষার পথ। “তাঁকে যদি সুস্থ করা যায়, বাংলাদেশও সুস্থ হবে। তাঁর জীবন গণতন্ত্রের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।”

Manual8 Ad Code

ছাত্রদলের সাবেক সভাপতি দুদু বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমান গণতন্ত্রের জন্য দীর্ঘ লড়াই করেছেন। “বাংলাদেশকে কেউ পরাধীন রাখতে পারবে না, যদি আমরা সবাই এক থাকি।”

তিনি জানান, খালেদা জিয়া নির্বাচনে যেখানে দাঁড়িয়েছেন, সেখানেই জনগণের সমর্থন পেয়েছেন এবং কখনো পরাজিত হননি। দলীয় নেতা-কর্মীদের তিনি খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় নিয়মিত দোয়া করার আহ্বান জানান।

Manual4 Ad Code

দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বনির্ভরবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপুসহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।