
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রক্রিয়ায় অংশ নিতে যুক্তরাজ্যের স্থানীয় সময় আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশের উদ্দেশে রওনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান।
দলীয় সূত্রের তথ্য অনুযায়ী, তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০২ ফ্লাইটে ভ্রমণ করছেন। আগামীকাল শুক্রবার সকাল সাড়ে ৯টায় তাঁর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
এদিকে কাতারের আমিরের পক্ষ থেকে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার জন্য পাঠানোর কথা থাকা বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি আজ রাতে ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও তা বিলম্বিত হয়েছে।
আজ বিকেলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, এয়ার অ্যাম্বুলেন্সটি রাতে ঢাকায় পৌঁছাবে।
তবে সন্ধ্যার পর বিএনপির মিডিয়া উইং জানায়, এয়ার অ্যাম্বুলেন্সটিতে কারিগরি (টেকনিক্যাল) সমস্যা দেখা দেওয়ায় যাত্রা বিলম্বিত হচ্ছে।
এয়ার অ্যাম্বুলেন্স বিলম্বের কারণে বেগম খালেদা জিয়াকে কবে লন্ডনে নেওয়া হবে—তা এখনও নিশ্চিত নয়। চিকিৎসক দল ও বিএনপির সংশ্লিষ্টরা জানিয়েছেন, পরিস্থিতির অগ্রগতি অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।