১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে রজব, ১৪৪৭ হিজরি

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে মারা গেলেন সাবেক জনকণ্ঠ কর্মকর্তা নিরব হোসেন

admin
প্রকাশিত ৩১ ডিসেম্বর, বুধবার, ২০২৫ ২৩:৩৭:৪২
খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে মারা গেলেন সাবেক জনকণ্ঠ কর্মকর্তা নিরব হোসেন

Manual3 Ad Code

রাজধানীতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে মো. নিরব হোসেন (৫৬) নামে এক ব্যক্তি মারা গেছেন। তিনি দৈনিক জনকণ্ঠের সাবেক প্রশাসনিক কর্মকর্তা ছিলেন।

Manual6 Ad Code

মৃত নিরব হোসেনের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামে। তিনি পরিবারসহ রাজধানীর বড় মগবাজার এলাকায় বসবাস করতেন। তাঁর বড় ভাই মো. বাহাদুর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

বাহাদুর হোসেন জানান, খালেদা জিয়ার জানাজায় শরিক হতে নিরব হোসেন এক বন্ধুকে সঙ্গে নিয়ে রাজধানীর জাতীয় সংসদ ভবন এলাকায় যান। জানাজার সময় অতিরিক্ত মানুষের ভিড়ের চাপে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাঁকে বাঁচানোর চেষ্টা করা হলেও ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

Manual5 Ad Code

জানা গেছে, কর্মজীবনে মো. নিরব হোসেন ১৯৯৮ সাল থেকে পাঁচ বছরের বেশি সময় দৈনিক জনকণ্ঠে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।

Manual2 Ad Code

এর আগে চব্বিশের জুলাইয়ের গণ-অভ্যুত্থানে তিনি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে সরকারিভাবে চিকিৎসার জন্য তাঁকে থাইল্যান্ড পাঠানো হয়। চিকিৎসা শেষে সম্প্রতি তিনি দেশে ফিরে এসেছিলেন।