১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে রজব, ১৪৪৭ হিজরি

খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জামায়াত আমিরের সমবেদনা

admin
প্রকাশিত ০১ জানুয়ারি, বৃহস্পতিবার, ২০২৬ ২২:১১:২১
খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জামায়াত আমিরের সমবেদনা

Manual7 Ad Code

ঢাকা, বৃহস্পতিবার

Manual1 Ad Code

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তাঁর পরিবার ও দলীয় নেতাদের প্রতি সমবেদনা জানাতে বিএনপির গুলশান কার্যালয়ে গেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যার দিকে তিনি সেখানে উপস্থিত হন।

Manual1 Ad Code

জামায়াত আমিরের সঙ্গে ছিলেন দলটির সহকারী সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন এবং সাইফুল আলম খান মিলন।

Manual1 Ad Code

এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ছাড়াও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সালাহউদ্দিন আহমদ কার্যালয়ে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শ্বাসকষ্ট নিয়ে গত ২৩ নভেম্বর খালেদা জিয়া শেষবারের মতো ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। ৮০ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনি জটিলতাসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। চিকিৎসাধীন অবস্থায় গত ৩০ ডিসেম্বর তিনি ইন্তেকাল করেন।

Manual8 Ad Code

গতকাল বুধবার জাতীয় সংসদ ভবন এলাকায় জানাজা শেষে সাবেক রাষ্ট্রপতি ও তাঁর স্বামী শহীদ জিয়াউর রহমানের কবরের পাশে খালেদা জিয়াকে দাফন করা হয়।