সুনির্মল সেন: খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনার শোকবার্তা অনেক হিংসুক লোকদের বুকে আগুন জ্বালিয়ে দিয়েছে। দেশরত্ন শেখ হাসিনা জানেন তাকে কি করতে হবে। রাজনৈতিক শিষ্টাচারের পরিচয় দেশরত্ন এর আগেও দিয়েছেন। খালেদা জিয়ার ছোটছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুর পর শেখ হাসিনা খালেদা জিয়াকে সান্ত্বনা দেয়ার জন্য খালেদা জিয়ার বাসভভবনে গিয়েছিলেন। কিন্তু সে সময় হাসিনাকে বাড়ির ভেতরে ঢুকতে দেয়া হয়নি। এটাও ইতিহাসের অংশ হয়ে আছে। খালেদা জিয়ার প্রশংসা করে হাসিনা এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। এটাই রাজনৈতিক শিষ্টাচার। যারা এখানে পুরনো কাসুন্দি ঘাটছে, তাদের কোন গোত্রের আমরা সবাই জানি। আওয়ামী লীগের হাইব্রিড অনলাইন যোদ্ধাদের বলছি, খামোখা শেখ হাসিনার সমালোচনা করবেন না। নেত্রী জানেন তাকে কখন কি বলতে হবে। মৃত খালেদা জিয়ার প্রতি শোক প্রকাশ করে শেখ হাসিনার ব্যক্তিত্ব আরও উজ্জ্বল হয়েছে। বিএনপির খুচরা আতি নেতা পাতি নেতারা তাঁর মূল্য কি বুঝবে? বিএনপির অনলাইন যোদ্ধারা বেশি আবেগী হয়ে অতীত নিয়ে শেখ হাসিনাকে যত গালমন্দ করবে ততই শেখ হাসিনার সম্মান বৃদ্ধি পাবে। বাংলাদেশের জন্য বর্তমানে শেখ হাসিনা বিশাল এক ফ্যাক্টর তা হাড়ে হাড়ে অনুভব করছে স্বাধীনতা বিরোধী জোট।