১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সাদকায়ে জারিয়া হিসেবে দুটি ছাগল জবাই

admin
প্রকাশিত ০১ ডিসেম্বর, সোমবার, ২০২৫ ১৬:১৭:৫৭
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সাদকায়ে জারিয়া হিসেবে দুটি ছাগল জবাই

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সাদকায়ে জারিয়া হিসেবে দুটি ছাগল জবাই করা হয়েছে। আজ সোমবার রাজধানীর মোহাম্মদপুরে জবাই করা ছাগলের মাংস গরিব–দুস্থদের মধ্যে বিতরণ করা হয়।

বিএনপির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই সাদকায়ে জারিয়া সম্পন্ন করেন। মোহাম্মদপুরে বিএনপির কেন্দ্রীয় নেতা মাহবুব ইসলামের বাসভবনে দোয়া মাহফিল শেষে মাংস বিতরণ করা হয়। এর আগে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Manual6 Ad Code

দোয়া মাহফিল শেষে রুহুল কবির রিজভী বলেন, সিসিইউতে খালেদা জিয়ার চিকিৎসা পূর্বের মতোই চলছে। তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “কারও বক্তব্যে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানাই।”

Manual1 Ad Code

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সহসম্পাদক মাহমুদুর রহমান সুমন, নির্বাহী কমিটির সদস্য মাহবুবুল ইসলাম, ডা. মাহবুবুর রহমান শামীম, ডা. জাহিদুল কবির, সাংবাদিক রাশেদুল হক, ওমর ফারুক কায়সার, ডা. আউয়াল, জাকির হোসেন ও রাজু আহমেদ।

Manual7 Ad Code