১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

খুলনার তেরখাদায় ওএমএসের আটা পাচারের সময় ডিলারের ভাই গ্রেপ্তার

admin
প্রকাশিত ১৫ অক্টোবর, বুধবার, ২০২৫ ১১:৪০:৩৭
খুলনার তেরখাদায় ওএমএসের আটা পাচারের সময় ডিলারের ভাই গ্রেপ্তার

Manual2 Ad Code

খুলনার তেরখাদায় গরিব মানুষের জন্য বরাদ্দ সরকারি ওএমএস (ওপেন মার্কেট সেল) কর্মসূচির আটা বাজারে পাচারের সময় হাতেনাতে ধরা পড়েছেন হামিম বিল্লাহ (৪০) নামের এক ব্যক্তি। গতকাল মঙ্গলবার রাতে যৌথ বাহিনীর অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়।

Manual3 Ad Code

গ্রেপ্তার হামিম বিল্লাহ তেরখাদার ওএমএস ডিলার শফিক বিল্লাহর বড় ভাই।

Manual1 Ad Code

গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাটেঙ্গা বাজারে যৌথ বাহিনী অভিযান চালায়। তারা ঘটনাস্থলে গিয়ে দেখে সরকারি বস্তায় থাকা আটা অন্য বস্তায় ভরা হচ্ছে। তখনই হাতেনাতে ধরা পড়েন হামিম বিল্লাহ।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা পূরবী রানী বালা বলেন, “ডিলার শফিক বিল্লাহ অসুস্থ থাকায় তাঁর ভাই হামিম বিল্লাহ ব্যবসা পরিচালনা করছিলেন। ঘটনাস্থলে গিয়ে সরকারি ওএমএসের আটা বস্তা পরিবর্তনের প্রমাণ পাওয়া গেছে।”

অভিযান শেষে পূরবী রানী বালা বাদী হয়ে তেরখাদা থানায় মামলা দায়ের করেন। তেরখাদা থানার ওসি মেহেদী হাসান জানান, “সরকারি আটা পাচারের অভিযোগে হামিম বিল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে এবং ঘটনাস্থল থেকে চার বস্তা আটা জব্দ করা হয়েছে। তবে ডিলার শফিক বিল্লাহ পালিয়ে গেছেন।”

Manual5 Ad Code