১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

খুলনায় ব্যবসায়ীকে মাথায় গুলি করে হত্যা, ‘গ্রেনেড বাবু’ গ্রুপের সদস্য ছিলেন নিহত ইমরান

admin
প্রকাশিত ০৬ অক্টোবর, সোমবার, ২০২৫ ২১:৫৪:৪২
খুলনায় ব্যবসায়ীকে মাথায় গুলি করে হত্যা, ‘গ্রেনেড বাবু’ গ্রুপের সদস্য ছিলেন নিহত ইমরান

Manual5 Ad Code

খুলনা, সোমবার (৬ অক্টোবর): খুলনা নগরীর ২ নম্বর কাস্টমঘাট এলাকায় ইমরান মুন্সি (৩৫) নামে এক ব্যবসায়ীকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। পুলিশ জানায়, নিহত ইমরান খুলনার শীর্ষ সন্ত্রাসী ‘গ্রেনেড বাবু’ গ্রুপের সক্রিয় সদস্য ছিলেন। তাঁকে প্রতিপক্ষ ‘পলাশ গ্রুপের’ সদস্যরা গুলি করে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Manual7 Ad Code

ঘটনাটি ঘটে আজ সোমবার রাত পৌনে ৮টার দিকে। নিহত ইমরান মুন্সিপাড়া দ্বিতীয় গলির বাসিন্দা বাবুল মুন্সির ছেলে এবং পেশায় ইট-বালুর ব্যবসায়ী ছিলেন।

Manual6 Ad Code

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত পৌনে ৮টার দিকে ইমরান নতুন বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলে আসা তিন যুবক তাঁর পথরোধ করে মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা আহত অবস্থায় তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

Manual8 Ad Code

হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

খুলনা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হাই বলেন,

“নিহত ইমরান মুন্সি গ্রেনেড বাবুর গ্রুপের সক্রিয় সদস্য ছিলেন। ধারণা করা হচ্ছে, প্রতিপক্ষ পলাশ গ্রুপের সদস্যরাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। আমরা ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছি এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।”

Manual7 Ad Code