
খুলনা-১ (দাকোপ–বটিয়াঘাটা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী পরিবর্তন করা হয়েছে। নতুন প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন ডুমুরিয়া উপজেলা জামায়াতে ইসলামীর হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দী। দলের ইতিহাসে এবারই প্রথম হিন্দু সম্প্রদায়ের কোনো ব্যক্তিকে প্রার্থী ঘোষণা করল জামায়াত।
১ ডিসেম্বর খুলনায় ৮ দলের বিভাগীয় সমাবেশে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান প্রার্থী বদলের সিদ্ধান্ত ঘোষণা করেন। পরে বুধবার বিকেলে স্থানীয় নেতাদের বৈঠকে সিদ্ধান্তটি আলোচনা ও চূড়ান্ত করা হয়।
জেলা জামায়াতের আমির মাওলানা এমরান হোসাইন সাংবাদিকদের জানান, আমিরের নির্দেশ অনুযায়ী কৃষ্ণ নন্দীকে নতুন প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।
মনোনয়ন নিশ্চিত করে কৃষ্ণ নন্দী বলেন, “আমাকে জামায়াতের পক্ষ থেকে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হয়েছে। শিগগিরই প্রচারণা শুরু করব।” তিনি আরও জানান, আগের প্রার্থী মাওলানা আবু ইউসুফের সঙ্গে তাঁদের কোনো দ্বন্দ্ব নেই এবং আমির দুজনকে একসঙ্গে কাজ করতে নির্দেশ দিয়েছেন।
আগের প্রার্থী মাওলানা আবু ইউসুফ বলেন, দলের সিদ্ধান্ত অনুযায়ী তিনি কৃষ্ণ নন্দীর পক্ষে প্রচারণা শুরু করেছেন। পাশাপাশি নির্বাচনী পরিচালনা কমিটির পরিচালক হিসেবে দায়িত্বও পালন করছেন।
গত ৯ ফেব্রুয়ারি খুলনার ছয়টি আসনের জন্য জামায়াত আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা করেছিল। তবে প্রায় ১০ মাস পর শুধু খুলনা-১ আসনে পরিবর্তন এনে হিন্দু সম্প্রদায়ের একজনকে প্রার্থী করা হলো।