খেলাফত মজলিস উত্তর খুরমা ইউনিয়ন শাখার আলোচনা সভা অনুষ্টিত

প্রকাশিত: ৮:১১ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০২৫

খেলাফত মজলিস উত্তর খুরমা ইউনিয়ন শাখার আলোচনা সভা অনুষ্টিত

ফজল উদ্দিন, ছাতক প্রতিনিধিঃ সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়ন শাখার খেলাফত মজলিসের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে (গত ২৯ জুলাই মঙ্গলবার) বিকালে স্থানীয় ধারণ বাজারে আয়োজিত এ সভায় ইউনিয়ন শাখার সহ-সভাপতি মাওলানা শরাফত আলীর সভাপতিত্বে এবং ইমাম উদ্দিন মামুনের সঞ্চালনায় সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

 

 

 

বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, প্রিন্সিপাল মাওলানা কামাল উদ্দিন নির্বাহী সদস্য, খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখা,মাওলানা জসিমউদ্দীন সাধারণ সম্পাদক খেলাফত মজলিস ছাতক উপজেলা শাখা,কে. এম. মোশাহিদ আলী সভাপতি, ইসলামী যুব মজলিস সুনামগঞ্জ জেলা শাখা,মাওলানা কাওছার আহমদ সহ-সাধারণ সম্পাদক, খেলাফত মজলিস ছাতক উপজেলা শাখা,

আলোচনার মূল বিষয়বস্তু:সভায় দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় খেলাফত মজলিসের ভূমিকা এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। বিশেষভাবে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দেয়াল ঘড়ি প্রতীকে খেলাফত মজলিস মনোনীত এমপি প্রার্থী হাফিজ মাওলানা আব্দুল কাদির-এর প্রার্থিতাকে সফল করতে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

 

 

 

 

অঙ্গীকার ও কর্মপরিকল্পনা:প্রার্থীর পক্ষে গণসংযোগ জোরদার করা দেয়াল ঘড়ি প্রতীকের প্রচার ও জনসচেতনতা বাড়ানো
ইউনিয়নের ওয়ার্ডভিত্তিক টিম গঠন করে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা স্থানীয় জনগণের মধ্যে ইসলামী রাজনীতির মূলনীতি ও দলের অবস্থান তুলে ধরা।

সভায় বক্তারা খেলাফত মজলিসের ইসলামী আদর্শ বাস্তবায়নে নিবেদিতভাবে কাজ করার আহ্বান জানান এবং আগামী নির্বাচনে দেয়াল ঘড়ি প্রতীককে বিজয়ী করতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ নিউজ