১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

গণতন্ত্র রক্ষা করতে নির্বাচন নিয়ে যে প্রতিশ্রুতি সরকার দিয়েছে সেটি দ্রুত বাস্তবায়ন প্রয়োজন

admin
প্রকাশিত ০৪ জুলাই, শুক্রবার, ২০২৫ ২১:৫৩:৫০
গণতন্ত্র রক্ষা করতে নির্বাচন নিয়ে যে প্রতিশ্রুতি সরকার দিয়েছে সেটি দ্রুত বাস্তবায়ন প্রয়োজন

Manual2 Ad Code

গণতন্ত্র রক্ষা করতে নির্বাচনের কোনো বিকল্প নেই। নির্বাচন নিয়ে যে প্রতিশ্রুতি সরকার দিয়েছে সেটি দ্রুত বাস্তবায়ন প্রয়োজন। গণতন্ত্র রক্ষায় অন্তর্র্বতীকালীন সরকার নির্বাচন নিয়ে যে ঘোষণা দিয়েছেন তা দ্রুত বাস্তবায়ন করবেন বলে আশা প্রকাশ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ধামরাই উপজেলা বিএনপির সভাপতি তমিজ উদ্দিন।

বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের জন্য বিএনপিতে ভাঙন ধরানো যায়নি। বিএনপি ভাঙার হাসিনার প্রতিটি চক্রান্ত ব্যর্থ হয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও  ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দল এগিয়ে যাচ্ছে।

Manual7 Ad Code

 

 

Manual1 Ad Code

 

Manual7 Ad Code

 

Manual7 Ad Code

ঢাকার ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নে ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক প্রয়াত হাবিবুর রহমান হাবিবের মৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিল ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

বিএনপির সিনিয়র এ নেতা বলেন, সংকট এখনো কাটেনি। গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে এখনো অনেক কাজ বাকি। গণতন্ত্রকে ফিরিয়ে এনে তা সুপ্রতিষ্ঠিত করা, গণতন্ত্রের সৌধ নির্মাণ করা, এ কাজগুলো আমাদের করতে হবে। ডেঙ্গু ও করোনা মোকাবেলায় জাতীয় টাস্কফোর্স করার জন্য সরকারকে অনুরোধ জানান তিনি।

উপস্থিত ছিলেন, ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, ধামরাই পৌর বিএনপির সাধারণ সম্পাদক আশিকুজ্জামান স্বপন, সাংগঠনিক সম্পাদক ইঞ্জি. মারুফ শিকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা আনোয়ার হোসেন সুজন ও বিশিষ্ট শিল্পপতি জে এল গ্রুপ এর চেয়ারম্যান ইঞ্জি. গোলাম মোস্তফা কবির প্রমুখ।